সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার উদ্যোগে ২৩ মার্চ ২০২৫ সিডনির ল্যাকেম্বায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কুরআন তেলাওয়াত করেন আহনাফ আহমেদ এবং সাদি আহমেদ।
রমজানের দ্বিতীয় সপ্তাহে সংগঠনের পক্ষ থেকে শিশু কিশোরদের নিয়ে প্রতিবারের মতো এবারও একটি ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করে।কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরীর উপস্থাপনায় বিপুল সংখ্যক শিশু কিশোর এতে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে ক্বিরাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাওলানা শেখ ইশফাক, সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী , সাধারণ সম্পাদক রাসেল আহমেদ (ইঞ্জিনিয়ার) , সহ সভাপতি মো. নানু মিয়া , সহ সভাপতি শামসুদ্দিন লুলু, সাবেক সভাপতি এ কে এম হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফাজিল বারি জসিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস লাবলু । পুরস্কার বিতরণী কার্যক্রমসহ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান শাহরিয়ার সুমন ও কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান। সভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ক্বিরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল শিশু ও তাদের অবিভাবকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
মাওলানা শেখ ইশফাক রমজানের তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন এবং মুসলিম উম্মার সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। ।