সুপ্রভাত সিডনির প্রতিবেদকের মাতৃবিয়োগে শোকের ছায়া

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদপত্র সুপ্রভাত সিডনি-এর প্রতিবেদক মো. আবুল বাসারের শ্রদ্ধেয় মা, মোসাম্মৎ রওশন আরা বেগম (৭৫) গত ২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার আসরের নামাজের পর ইন্তেকাল করেছেন—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমা দীর্ঘদিন যাবৎ কিডনি বিকল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও নিউমোনিয়া-সহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। তিনি বারডেম হাসপাতালের ওয়ারি শাখায় আইসিইউ ও সিসিইউ-তে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

মরহুমা ছিলেন পাঁচ পুত্র ও এক কন্যা সন্তানের জননী। মৃত্যুর সময় তাঁর আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যরা পাশে ছিলেন। ইশার নামাজের পর জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

রওশন আরা বেগম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের খাঁন পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মাওলানা ছাবের আহম্মদ খাঁন। ভাইদের মধ্যে হাফেজ মাওলানা আবদুর রউফ খান ও ডা. মিজানুর রহমান খান বিএমপুর অঞ্চলের সুপরিচিত আলেম, দাঈ এবং সমাজসেবক হিসেবে খ্যাত।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় তাঁর নিজ এলাকায় জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় তাঁর বড় ছেলের বাসভবনের নিকটবর্তী রেলওয়ে প্যারেড মুসাল্লায় আয়োজন করা হয় খতমে ইয়াসিন ও বিশেষ দোয়া মাহফিল, যেখানে সিডনির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লিরা অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

এছাড়াও সুপ্রভাত সিডনি-এর চিফ এডিটরের নেতৃত্বে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বাসার সাহেবের বাসভবনে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হচ্ছে। আল্লাহপাক তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন—আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *