পথের দুপাশে কৃষ্ণচুড়া লাল হয়ে আছে
তার সাথে পাল্লা দিয়ে ফুটেছে সোনালু
লাল-হলুদে যেন প্রতিযোগিতা চলছে
চোখের ভাষা অদ্ভুত মায়ায় মুগ্ধ
মনের ভেতরটা করছে আনচান।
কিশোরী দিনগুলোতে ফিরে যাচ্ছে মন
আহ্ আবার যদি ফিরতে পারতাম!
প্রকৃতির মত সাজতাম আমি
নেচে বেড়াতাম পাড়াময় আমার দল নিয়ে,
তুমি আর সোনালু আমার মন খারাপ করলে।