বড় ভাগ পড়ে যদি অন্যের ভাগে
বৈষম্যের দায়ে সকলেই রাগে,
আর যদি বড় ভাগ নিজ ভাগে আসে
অনেক দেখেছি এতে গুণীজনও হাসে।
তখন ভেবেছি খুব গুণী কারে কয়
আসলে কি গুণীজন এরকম হয়?
গুণীজন হতে হয় উদারতা ভরা
গুণীজন মানে নয় পাপীতাপী জ্বরা।
তবে কেন গুণীজন নিজ থলি ভরে
কেন ভোলে মানুষ যে সেরা চরাচরে?
এসো এটা মনে রেখে ভরি এ ভূবণ
উদারতা দিয়ে এসো গড়ে তুলি মন।