প্রচন্ড এই গরমে মানুষ
বিভীষিকাময় অগ্নি তাপদাহে
উত্তপ্ত সিদ্ধ প্রায়।
কোথাও নেই হিম শীতল বায়ু,
গাছের পাতা নড়ে চড়ে না।
মানুষ তাপদাহে দাপাদাপি
চাটাচাটি করছে।
বৈশাখের তীব্র গরম
প্রবাহে মানুষ অস্থির।
তৃষ্ণার্ত পিপাসার্ত সকল প্রাণী
ছটফট করছে।
পানি যেন ফুটন্ত তাপদাহ
উষ্ণতায় বুদবুদ স্থপতি।