ফের ফাগুনে: রফিকুল নাজিম

এখনো কি বিকেল হলে বাড় বাড়িতে আসো

এখনো কি কারণ ছাড়াই হঠাৎ অট্ট হাসো?

নীল শাড়িটা পরো কি আর- উতল শরৎ দিনে

কপালে টিপ পরো কি আর- হাসো মরণ বীণে?

খোলা চুলে হাওয়ায় দুলে- তোমার শরীর খানি

এখনো কি রাত বেড়ে যায়- টানো ব্যথার ঘানি?

কেমনে থাকো এমন শীতল বিচ্ছেদ আগুন তাপে

মরছি কেন একলা আমি- বিসর্জনের পাপে?

তুমিও নাকি গোপন মায়ায়- পুড়ে হচ্ছে ছাই গো

ফাগুন যদি যায় গো চলে- ফের ফাগুনে চাই গো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *