তাপদাহ চৈত্র বিদায় জানিয়ে উল্টে দিয়েছে পাতা
অর্ধরাত্রী পেরিয়ে খুলে দিয়েছে বৈশাখের খাতা।
নতুন ক্ষণ নতুন রং নতুন সাজে বাঙালিদের ঘর
নব বারতা নব প্রভাত নব উদ্যোগে কেউ নাহি পর।
বর্ষ বরণ শোভা যাত্রা রং ঢং লাগিয়ে যেন বিমর্ষ
কাঁধে কাধ- হাতে হাত মিলিয়ে বরণ করো নববর্ষ।
আছে যতই দুঃখ এই হৃদয়ে, ছেড়ে আসা দূরের পথ
ভুলে যাও ক্রোধ, অভিমান, এই হোক সবে অভিমত।