জীবন, যেন ধূলিমাখা আয়নার পাশে দাঁড়ানো এক অনন্ত প্রতিচ্ছবি।
স্বপ্নেরা আসে, যেন ভোরের শিশিরে লেখা নাম, যা সূর্যে মিলিয়ে যায়।
অভিমান জমে, ঠিক যেমন নদীর তীরে পড়ে থাকা শুকনো কাঁদা।
ভালোবাসা গড়ে, যেন বাতাসে ওড়ে এমন এক ঘুড়ি, যার সুতো কার হাতে বোঝা যায় না।
ভুলগুলো ফেরে, যেন ঘুরে ফিরে আসা মৌসুমী পাখি—আবার চলে যাওয়ার আগে কিছুক্ষণ বসে।