মির্জা সুমন: আপনাদের কি মনে আছে বাবর ভাই ও দশ ট্রাক অস্ত্রের কথা, যা যাচ্ছিল মায়ানমারের উদ্দেশ্যে, এই অস্ত্র পেলে হয়তোবা অনেক আগে মায়ানমারে গৃহ যুদ্ধ শুরু হয়ে যেত, কিন্তু তা বাস্তবায়ন হতে দিল না কিছু ভারতীয় দালালরা, অনেকে না বুঝে লাফ দিয়ে উঠছে কারণ যারা বুঝে এদের মাঝে এমন কিছু ধুরন্ধর দালাল আছে যারা করিডোর ইস্যুকে দিল্লীর স্বার্থে যায় এমন ন্যারেটিভের রঙ মাখিয়ে প্রচার করছে। করিডোরের উদ্দেশ্য বার্মা ভাঙ্গা। বার্মা ভাঙবেই। সেটা ঠেকানোর মুরোদ জেনারেল ওয়াকারের নেই। তবে বার্মা ভাঙলে কপাল পুড়বে ভারতের , জেনারেল ওয়াকার ভারতের সেই ভেইল্ড ইন্ট্রেস্ট সার্ভ করছেন। ইতিহাস একদিন প্রমাণ করবে আমার কথা সত্য কি মিথ্যা! আমি কি ভুল না সঠিক। এখন সময় অ্যামেরিকাকে বুঝিয়ে আমাদের ফ্যাভরে রেখে পার্বত্য চট্টগ্রামের বিছিন্নতাবাদ দমনে রাখা। ভারত কোনোদিন আমাদের ভালো চায়নি, এখন হঠাৎ আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে গেলো?
যাইহোক, বার্মা ভাঙবে। মণিপুর-মিজোরামে ভাঙন ধরবে। আমরা যদি এর বিপরীতে অবস্থান করি তবে আমাদের চট্টগ্রামও ভাঙবে। বিপরীতে যাওয়ার দায় শোধাতে হবে। এরকম ১০০ জেনারেলের মুরোদ নেই তা ঠেকায়।
আমার কথা তিতা লাগলে এড়িয়ে যান। আমি না জেনারেল ওয়াকারের ফ্যান বয়, না প্রফেসর ইউনুসের। আমি আমারই ফ্যানবয় ।