ফুল পাখি নাও নদী
রঙ নিয়ে আঁকি,
লাল সবুজ দেশটাকে
বুকে ধরে রাখি।
মন চায় উড়ে যাই
মেলে দুটি পাখা,
ফুলে ফলে ভরে আছে
গাছেদের শাখা।
মন মেলে উড়ি আমি
নেই যদিও ডানা,
এই পৃথিবীর মন্দ-ভালো
সব যে জানা।
মনের যতো স্বপ্নকথা
যতন করে রাখি,
আমিতো এক মানব শিশু
মানুষ নামে পাখি।