লাওহে মাহফুজ থেকে এল
মহান রবের বাণী,
যার পরশে তিমির আঁধার
জীবন হয় নুরানী।
দূর আরবের জাহেলিয়াত
যায় এ বাণীর গুণে,
হযরত ওমর খড়্গ নামান
মধুর বাণী শুনে।
আল-কুরআনের ছায়ায় যখন
অর্ধভুবন ছিল,
অশান্ত এই পৃথিবীটা
শান্ত হয়ে গেল।
অক্ষত সেই বাণী আজও
আছে বিশ্ব জুড়ে,
তবু কেনো অশান্তিতে
যাচ্ছে ভুবন পুড়ে?
এসো বন্ধু আল-কুরআনের
পক্ষে কথা বলি,
সকল ক্ষেত্রে মহান রবের
বিধান মেনে চলি।