অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন অনুষ্ঠিত


সুপ্রভাত সিডনি রিপোর্ট :  গত ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে আনিস-সাদেকুর প্যানেল জয়লাভ করে। এই নির্বাচনে রায়হান-ফরহাদ প্যানেলের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ের প্যানেলও পরিবর্তনের আহবানে বাংলাদেশী মুসলিম কমিউনিটিতে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত জয়ের দৌড়ে আনিস-সাদেকুর প্যানেল এগিয়ে গেছে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC) একটি নিবন্ধিত, অলাভজনক ও অরাজনৈতিক কমিউনিটি কল্যাণ সংস্থা, যা ২০০৭ সালে সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিষ্ঠিত হয়। এটি মিন্টোর ৫ একর জমি থেকে ধর্মীয় সেবা, সামাজিক কর্মসূচি, দান-খয়রাত, জানাজা সহায়তাসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে।

এ বছর বিভিন্ন কারণেই এই নির্বাচনকে কেন্দ্র করে কমিউনিটি সদস্যদের মধ্যে যথেষ্ট আলাপ আলোচনার জন্ম দেয়। ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা বাংলাদেশের নতুন প্রজন্ম এই সেন্টারের কর্মকাণ্ডে জড়িত হতে পারে এবং সেন্টারের কার্যক্রমকে এগিয়ে নিতে পারে, সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে অভিজ্ঞ মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *