সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৩:১৫ মিঃ অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, ইমিগ্রেশন, সাইবার সিকিউরিটি মন্ত্রীর স্থানীয় কার্যালয়ে বিএনপি অস্ট্রেলিয়ার সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে টনি বার্ককে তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর এবং ঢাকায় ভিসা কেন্দ্র পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়। বৈঠকে বিশেষভাবে আলোচিত হয় আসন্ন জাতীয় নির্বাচন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যার্পণের পরবর্তী সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। প্রতিনিধি দল বন্ধু রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া এ বিষয়ে কী ভূমিকা নিতে পারে, তা বিবেচনার জন্য অনুরোধ জানায়।
জবাবে টনি বার্ক বলেন, অস্ট্রেলিয়া সব সময়ই চায় বাংলাদেশ একটি সুদৃঢ় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক। আসন্ন নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয় ,অস্ট্রেলিয়ার এটাই প্রত্যাশা। তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সকল নেতৃত্ব যেন নিরাপদে কাজ করতে পারেন, এটিও কাম্য। বিশেষ করে তারেক রহমানের নিরাপত্তা বিষয়টি তিনি পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করবেন, যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যায়। অস্ট্রেলিয়া এ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠক শেষে বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা এম. এ. ইউসুফ শামীম, বিএনপি নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং মোহাম্মদ আবুল হাসানের স্বাক্ষরিত বিভিন্ন দাবির একটি স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এএনএম মাসুম, কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, খাইরুল কবির পিন্টু, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসুর রহমান, সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ এবং রেহানা আক্তার রানু।