
সুপ্রভাত সিডনি রিপোর্ট: ফ্রীডম পার্টির (এফপি) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। পার্টির চেয়ারপার্সন ক্যাপ্টেন সাঈদ তারিক রেহমান গত ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে সুপ্রভাত সিডনিকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রীডম পার্টির ৪৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাপ্টেন সাঈদ তারিক রেহমান। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে মনোনীত হয়েছেন তাসমিয়া ফরিদা রেহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ খাজা নাজিমউদ্দিন।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন : ডি এইচ এম ইসমাইল (সিনিয়র ভাইস চেয়ারপার্সন), আমিরুল ইসলাম, হুমায়ুন কবির, এস এম এম হক ফসিহ, মো. জামাল উদ্দিন, শফিকুর রহমান বাবু, আফজাল হোসেন, মোহাম্মাদ মাইনুদ্দিন দুলালসহ একাধিক ভাইস চেয়ারপার্সন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাহমুদু হাসান বাবু, মো. হাবিবুর রহমান মোল্লা, হারুন অর রশিদ, শাকিল আহমেদ, এম এ মতিন, মতিউর রহমান মাস্টার ও শমসের হায়দার জাহাঙ্গীর। এছাড়া সাংগঠনিক, দপ্তর, আইন, প্রেস ও মিডিয়া, পররাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, অর্থনীতি, সাংস্কৃতিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে মোট ৪৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
একইসঙ্গে ফ্রীডম পার্টির ১৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ রুবায়েত রহমান লিংকন।
ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন হুমায়ুন কবির, আনসার শিকদার, এস এম এম হক ফসিহ ও মো. হাবিবুর রহমান মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন মোঃ সাইদুর রহমান টিপু, আলম চৌধুরী, মোঃ কামাল ভূঁইয়া ও কানন কবির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ মনিরুল ইসলাম মনির, শহিদুল ইসলাম শহীদ, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ মিরাজ ও মোহাম্মদ সিরাজ।
নবগঠিত এসব কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।