সিডনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দো’য়া, শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত।

সুপ্রভাত সিডনি রিপোর্ট : বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। বিএনপি অস্ট্রেলিয়া ও সার্বজনীন বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে মরহুমার স্মরণে দোয়া মাহফিল, স্মরণ সভা, শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সিডনির ল্যাকেম্বা মুসল্লায়  তাৎক্ষণিক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে রুটিহিলস মসজিদসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের মসজিদে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ল্যাকেম্বা মসজিদে বিশিষ্ট ইসলামী স্কলার শেইখ জামাল আক্কায়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিল শেষে বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক এম এ ইউসুফ শামীমের তত্ত্বাবধানে স্থানীয় নবান্ন রেস্তোরাঁয় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি অস্ট্রেলিয়ার অন্যতম নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সঞ্চালনায় এ স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু, লেখক ও গবেষক শিবলী আব্দুল্লাহ, উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, কুদরত উল্লাহ লিটন, লিয়াকত আলী স্বপন, সোহেল ইকবাল মাহমুদ (প্রকৌশলী), ডা. আব্দুল ওহাব বকুল, একেএম ফজলুল হক, মোবারক হোসেন (সাবেক অ্যাডভোকেট), প্রমিথিউস সিদ্দিকী, জাকির আলম লেলিন, বেলাল হোসেন ঢালী, খাইরুল কবির পিন্টু, এএনএম মাসুম, আলমগীর ইসলাম বাবু, কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, মোহাম্মদ ইরফান খান, কাউন্সিলর আশিকুর রহমান, মিনহাজ উদ্দিন (ইঞ্জিনিয়ার), এস এম খালেদ, মশিউর রহমান তুহিন, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, লেখক আরিফুর রহমান, ফসিউল আলম জামাল, লিন্টাস পেরেরা, মোহাম্মদ জাকির হোসেন রাজু, রায়হান হাসনাত (ইঞ্জিনিয়ার), নূর মোহাম্মদ মাসুম, সর্দার মামুন, মাসুদু রহমান, অসিত গোমেজসহ প্রমুখ কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ স্মরণ সভায় উপস্থিত নেতৃবৃন্দ ১ জানুয়ারি ২০২৬ তারিখে ল্যাকেম্বা রেলওয়ে প্যারেড এলাকায় সার্বজনীন শোক সভা ও গায়েবানা জানাজার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

পরবর্তীতে ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর সিডনির ল্যাকেম্বা রেলওয়ে প্যারেড এলাকায় সার্বজনীন বাংলাদেশি কমিউনিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক শোক সভা ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিডনির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল হক জর্জ,  রাজনীতিবিদ লিয়াকত আলী স্বপন, বীর মুক্তিযোদ্ধা কায়সার আহম্মেদ, রুহুল আহম্মেদ সওদাগর, তরুণ গবেষক ড. ফয়সাল কবির শুভ, সোহেল ইকবাল মাহমুদ (প্রকৌশলী), খাইরুল কবির পিন্টু, প্রখ্যাত সাংবাদিক সোহরাব হোসেন, ফজলুল হক, শফিকুল আলম, কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, আসলাম মোল্লা, অনলাইন অ্যাক্টিভিস্ট তারেক উল ইসলাম, অস্ট্রেলিয়া ইউনুস সেন্টারের প্রমিথিউস সিদ্দিকী, লেখক আরিফুর রহমান খাদেম, মিনহাজ উদ্দিন (ইঞ্জিনিয়ার), মোবারক হোসেন,  আব্দুল মালেক মানিক প্রমুখ।

এএনএম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বাবু, ডা. আব্দুল ওহাব বকুল, বেলাল হোসেন ঢালী, আজাদ কামরুল হাসান, বাবলু চৌধুরী, মোহাম্মদ ইরফান খান, আশরাফুল আলম রনি, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, মোহাম্মদ জাকির হোসেন রাজু, লিন্টাস পেরেরা, গোলাম রাব্বী শুভ, রায়হান হাসনাত (ইঞ্জিনিয়ার), ড. মাসুদ পাভেজ রানা, আব্দুল মুমিন, তাসলিমা কবির, ফসিউল আলম জামাল, মোহাম্মদ বাবুল খন্দকার, অসিত গোমেজ, যোসেফ সূধন ক্রুজ, নূর মোহাম্মদ মাসুম, মৌহাইমেন খান চৌধুরী মিশু, মাহমুদুল হক দুলাল, মোহাম্মদ নাসির আহম্মেদ, মোহাম্মদ বাচ্চু, আরিফুল হাসান সবুজ, সোহেল কর্নিলিয়াস পালমা, বিজন পালমাসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

শোক সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রাম ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রবাসে থেকেও দেশনেত্রীর আদর্শ ও স্মৃতি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও গায়েবানা জানাজা আদায় করা হয়। উপস্থিত সবাই আল্লাহ তায়ালার দরবারে তাঁর আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *