আজ জালবিহীন জেলেপাড়া
তবুও জালের ফাঁদে-ই জেলেপাড়া আটকে আছে!
উৎসের নদী শুকিয়ে পৃথিবীটা-ই মরুময় হচ্ছে
তবুও অথৈ সাগরের জল জেলেপাড়ার চোখে!
দেবতার পদধূলি পড়ে না জেলেপাড়াতে
তবুও দেবতার পদাঘাতে পিষ্ট হচ্ছে জেলেপাড়ার হৃদপিণ্ড!
হে নির্যাতিত জেলেপাড়া—
তুমি দাউদাউ আগুন জ্বালাও
প্রয়োজনে তুমিও কিছুটা পুড়ো
সাথে পুড়ুক জালের ফাঁদ আর দেবতার চরণ!