ষড়ঋতুর দেশে বৈশাখ-জ্যৈষ্ঠ দু’মাস হলো গরমকাল,
গরমকালের তাপদাহে প্রাণ ওষ্ঠাগত দেহঘড়ি বিকল।
মাঠ-ঘাট চৌচির, জীবন অস্থির, কৃষকের হা-হুতাশ,
লাঙল চলে না আকাশ পানে চেয়ে কাটায় অবকাশ।
শিশু-আবাল-বৃদ্ধ বনিতা সকলকেই ভয়ে রাখে,
গরমের কারণে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনাও থাকে।
গরমকালে নিতে হয় শরীর, মুখ ও ত্বকের সুন্দর যত্ন,
এই কালের ফল ফলাদিও সুস্বাদু শরীরের জন্য রত্ন।
এই কালেই মধুমাস- আম, কাঁঠাল সাথে পাবে পেয়ারা,
পেঁপে, কলা, লিচু, আতাফল আরও আনারস ও জাম্বুরা।
ফুল বাগানে নানান ফুলের ঘ্রাণযুক্ত অপরূপ শোভা,
জু্ঁই, সূর্যমুখী, গাঁদা, কামিনী, মাধবীলতাসহ হরেক ফুল মনোলোভা।
গরমকালের প্রকৃতি বিরূপ হলেই মানুষের যত ভয়,
ঝড়-ঝঞ্ঝা দাবদাহ বাড়লে নানা রকম হয় সংশয়।
আল্লাহ তুমি মেহেরবান রেখো শান্তির পরিবেশ,
তব দয়া, তব কৃপায় সুন্দর রবে ষড়ঋতুর দেশ।