সুপ্রভাত সিডনি রিপোর্ট: ৯ আগস্ট ২০২৫, এডিলেড কনভেনশন সেন্টারে বাংলাদেশী জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (বিজিপিএএ) এর বার্ষিক সায়েন্টিফিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শতাধিক বাংলাদেশী চিকিৎসকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি লাল-সবুজের এক চিরায়ত মিলনমেলায় পরিণত হয়।
সকাল ৯টায় শুরু হওয়া আয়োজনে চিকিৎসকদের জন্য ছিল পেশাগত শিক্ষামূলক সেমিনার, সিপিডি প্রোগ্রাম এবং ক্লিনিক্যাল ডিসকাশন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিপিএএর বিদায়ী সভাপতি ডাঃ নিজামুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ রফিকুর রহমান।
বিভিন্ন প্রথিতযশা বিশেষজ্ঞ ক্লিনিক্যাল কেস ও সিপিডি ভিত্তিক আলোচনা পরিচালনা করেন, যা চিকিৎসকদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও সহায়ক ছিল।
অস্ট্রেলিয়ায় এমন বিশাল সংখ্যক বাংলাদেশী চিকিৎসক অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করছেন, যা বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। মহাসম্মেলনের সমাপনীতে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম), যেখানে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডাঃ পারভেজ খান এবং সাধারণ সম্পাদক ডাঃ সাজিদুল ইসলাম।
সন্ধ্যায় আয়োজিত হয় গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা, যার থিম ছিল “আমাদের ইত্যাদি।” বাংলাদেশী চিকিৎসক পরিবারগুলোর সাবলীল অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন। নাচ, গান, কবিতা ও দর্শকদের খুনসুটিতে দুই প্রোগ্রাম হোস্ট মঞ্চে জমিয়ে রাখেন উপস্থিত সবাইকে। শেষ হয় জমজমাট এডিলেড ব্যান্ডের সুরেলা পরিবেশনায়।
রাত এগারোটার দিকে আনন্দঘন অভিজ্ঞতায় ভরা এই অনুষ্ঠান ইতি টানে আয়োজকরা।