আমি কি আর বেঁচে আছি?
মরে গেছি সেই কবে!
তোমরা এখন দেখছো আমায়
অচেনা অবয়বে।
দিগ্বিদিকে ছুটতে ছুটতে
রূপ নিয়েছি এক সবে!
গোমরাহীতে পড়ে আছি
যেন জীবন্ত মরা!
আলোর পথের দোর দেখি
তবু নাড়িনা কড়া।
উপর দিয়ে পালিশ করা
ভেতরটা ঘুণে ধরা।
আমি আমায় খুঁজছি যেন
যুগ যুগান্তরে ফিরে
অভিকর্ষ ধূসর ছায়া
ধরল আমায় ঘিরে।
পথ ভুলে হারিয়ে গেছি
এই প্রবঞ্জনার ভিড়ে।