ইচ্ছে মতো রঙধনু টা
উঠে আকাশ নীলে,
সাজিয়ে দেয় এই আমাকে
সাতটি রঙে মিলে।
বর্ষণ শেষে ক্লান্তি ধুয়ে
দেয় সে মুচকি হাসি,
নানান বর্ণে দীপ জ্বালিয়ে
বলে ভালোবাসি।
ওই মেঘেরা যেই না উড়ে
ঝরে পড়ে ঘাসে,
রঙধনু টা ঠিক তখনই
চুপিসারে আসে।
অবাক হয়ে দেখি তারে
মেলে নয়ন দুটি,
ক্ষণিক পরে হৃদয় ভাঙে
নেই যে তাহার ছুটি।
ইচ্ছে করে বন্দী করি
কত নামেই ডাকি,
তবুও সে হাওয়ায় হারায়
দিয়ে আমায় ফাঁকি।
আসা যাওয়ার মধ্য দিয়ে
চলে রঙের খেলা,
আকাশ পানে তাঁরই খুঁজে
যায় যে আমার বেলা।