সত্যি তুমি চলেই যাবে? তবে চলে যাও,
কেন তবে বারেবারে পেছন ফিরে চাও?
তয় কি কিছু ফেলে গেলে- নতুন কোনো ভুলে,
খুব যতনের পোষা ব্যথায় বুকখানি কি দুলে?
যতোই তুমি কায়দা করে চোখের জলটা ঢাকো
মায়ায় বাঁধা দিন কি বলে, ‘আর ক’টা দিন থাকো?’
যদি তুমি চলেই যাবে? তবে না হয় যাও।
যেতে যেতে কেন তুমি পেছন ফিরে চাও?
তবে কি গো রাখবে আবার- আমার চোখে চোখ
আগুন ঠোঁটে হাসবে ভুলে ঝরা পাতার শোক?
অভিমানের বরফ গলে- হয় গো যদি নদী
ফেরার পথে প্রতীক্ষার গাছ- আমি নিরবধি!
সত্যি কি গো চলেই যাবে? আচ্ছা- তবে যাও।
এবার তুমি পেছন ফিরে আর কেন না চাও?
তবে কি হারাওনি কিছু- যাওনি ফেলে মায়া
পথের ধূলোয় দেখি শুধু তুমি নামের ছায়া!
তবে আমি কাঁদছি কেন- ডাকছি গোপন হাতে
রোজ অপেক্ষায় গাছ হয়ে যাই- মরি যন্ত্রণাতে।