মানুষ একটা জীবনের ভেতর
আরেকটা জীবন বয়ে নিয়ে চলে
পিঁপড়ের মতো,
নিজের শরীরের চেয়েও ভারী।
কী যত্নে আড়াল করে রাখে প্রিয় চিঠির মতো
বইয়ের পাতার ভাঁজে আজীবন।
পুতুলের ঘর যেনো সংসারের ভেতর সংসার
তার মাঝখানে অদৃশ্য রেখা টানা।
মনের আকাশে মেঘ জমে
ভেসে যায় তার দু’টো চোখ
আঁধার রাতে শ্রাবণের ধারার মতো।