ব্যক্তি স্বার্থ: সোহরাব হোসেন

আলোচনার টেবিল আজ স্তব্ধতায় স্থবির প্রায়!

অতঃপর সার্বিক মতামত সমাপ্তির দোরগোড়ায়

অথচ এখনো দুপক্ষের সন্ধি হলো না;

আলোচনা সমালোচনা এসব যেন নিতান্তই তুচ্ছ!

বিবেকের পোস্টমর্টেম হচ্ছে বারংবার

তবুও সনাক্ত হচ্ছে না শুদ্ধ শিষ্টাচারের!

বিবেকবান আত্মারা বন্দী কয়েদীদের মতো-

সত্য খুঁজছে, সত্য প্রকাশে দাপিয়ে বেড়াচ্ছে,

অন্ধকার মাড়িয়ে সকাল থেকে ঠিক বিকাল,

অবশেষে চিহ্নিত সবার আড়ালে ব্যক্তি স্বার্থ।

বুঝা গেল আদর্শের তালিকায় অসভ্যের স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *