পৃথিবীর সেরা বাবা অসময়ে বুঝে,
বিপদ-আপদ এলে বাবাকেই খুঁজে।
সময় থাকতে মূল্য কয়জনে দেই?
সুযোগ পেলে আমরা সব কেড়ে নেই।
সন্তানের সুখে বাবা কতকিছু করে,
রাত-দিন পরিশ্রমে সংসার গড়ে।
সেই বাবা ঘরে পড়ে কাঁদে সারারাত,
ভুলে যাই নারী পেয়ে নিজে কার জাত।
অনুরাগে তার মন থাকত যে সদা
অপরাধে ছাড় নেই বের করে গদা।
শত ঝড়-তুফানের থাকুক না বাধা
সবকিছু সামলাবে হয়ে নিজে গাদা।
পরিবারটাকে বাবা খুব ভালোবাসে,
বুক ফেটে যায় তবু প্রাণ খুলে হাসে।
তবু যেনো ভালো থাকি হয় ভালো মন
নির্দ্বিধায় ভালো হতে করি যেনো পণ।
বাবা নামের মূল্যটা দিয়েছি কি ভাই?
নীতিকথা বলি সবে বাস্তবেই নাই।
বাবা নামের সম্পদ করি যদি চাষ
এইকালে ঐকালেও খাবে না তো বাঁশ।