আনন্দঘন পরিবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন সম্পন্ন

সুপ্রভাত সিডনি রিপোর্ট:উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গত ১৯ অক্টোবর ২০২৫  তারিখে   সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি  হলরুমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনিরুল হক জর্জ সভাপতি এবং আলমগীর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই প্যানেলের প্রার্থীরা কার্যনির্বাহী পরিষদের বাকি সব পদেও জয়লাভ করেন।
নির্বাচন কমিশনার ড. ওয়ালি ইসলামের নেতৃত্বে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কমিশনারের সঙ্গে দায়িত্ব পালন করেন সৈয়দ আকরামুল্লাহ, কামরুল ইসলাম সিএ এবং মঞ্জুশ্রী মজুমদার মিতা।


নবনির্বাচিত পরিষদের অন্যান্য পদে রয়েছেন: সহ-সভাপতি মো. মাহফুজুল হক চৌধুরী খসরু, মোবারক হোসেন, বেলাল হোসেন ঢালী, মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু; সহ-সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মাকসুদুর রহমান চৌধুরী, আফরিনা চৌধুরী;
কোষাধ্যক্ষ ড. বি.এন. দুলাল; সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক তিশা তাসমিন তানিয়া; তথ্য ও প্রকাশনা সম্পাদক পুরবী পারমিতা বোস; ক্রীড়া সম্পাদক মো. জিয়াউল কবির (জিওন); দপ্তর সম্পাদক মারুফ আহমেদসহ মোট ২৯ সদস্যের নির্বাহী পরিষদ।
সভাপতির  বক্তব্যে মনিরুল হক জর্জ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা দেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্বাচনের আগে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উপস্থিত প্রাক্তন সভাপতি গামা আব্দুল কাদির, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক ও মাসুদ চৌধুরী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
সদস্য ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নির্বাচনকে কমিউনিটি নেতারা সংগঠনের পুনর্জাগরণের সূচনা হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *