সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৬ অক্টোবর ২০২৫, রবিবার সিডনির লাকেম্বাস্থিত রেস্টুরেন্ট নবান্নতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি মিনহাজ উদ্দিন (প্রকৌশলী) ।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল হাসান, এস. এম. নিগার এলাহী চৌধুরী ও ফজলুল হক।
যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতা কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, সংগ্রামী নেতা এ. এন. এম. মাসুম, আব্দুস সামাদ শিবলু, খাইরুল কবির পিন্টু, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, আরমান হোসেন ভূঁইয়া, নিউ সাউথ ওয়েলস বিএনপির সভাপতি মোহাম্মদ ইরফান খান, লিন্টাস পেরেরা, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, সংগঠনের বর্তমান সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মাসুম, মোমিন আহমেদ (অ্যাডভোকেট) , বাবুল খন্দকার, রায়হাত হাসনাত, সর্দার মামুন(ইঞ্জিনিয়ার), মাহমুদুল হক দুলাল, অসিত গোমেজ, মোহাম্মদ শহিদুল্লাহ, সূধন যোসেফ ক্রুজ ও সোহেল কর্নেলিয়াস পালমা প্রমুখ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের যুব সম্প্রদায়কে সংগঠিত করে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে জাতীয় উন্নয়নে যুক্ত করার লক্ষ্য নিয়েছিলেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের তরুণ সমাজকে দেশের সেবায় দক্ষ কর্মশক্তিতে পরিণত করার অঙ্গীকার নিয়ে জন্মগ্রহণ করে। যুবদলের আদর্শ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি প্রতিষ্ঠা।
প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে কঠোর দায়িত্ব নিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট ধানের শীষে প্রদানে সার্বিক প্রচেষ্টা চালাতে হবে।”