
সুপ্রভাত সিডনি রিপোর্ট: রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) সেমিনার হলে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী লেখক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ রচিত গ্রন্থ “অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: নেপথ্যে তারেক রহমান”–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও বিএনপি নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বইটির লেখক ও বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট পরিবেশ ও মিডিয়া গবেষক ড. নার্গিস বানু, একাওর টিভির সিইও শফিক আহমেদ, আরটিভির প্রধান বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো, কৃষিবিদ নুরনবী ভূঁইয়া শেমল, যুবদলের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান চৌধুরী শিশির, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ এবং বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সাংগঠনিক সম্পাদক সরুজ্জামান শুভ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. নাছির উদ্দিন মাহমুদ মিল্টন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমান একটি অবিচ্ছেদ্য নেতৃত্ব। এই বইটি সেই সংগ্রামের দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা, লেখক, শিক্ষার্থী ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো মিলনায়তন ছিল উৎসবমুখর।
জহির উদ্দিন স্বপন বলেন, “গত ১৭ বছরে হাসিনা-বিরোধী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। তারেক রহমানের নেতৃত্বে প্রবাসীরা যে কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তার ফলেই বাংলাদেশের আন্দোলন অনেক বেশি সুসংগঠিত ও গতিশীল হয়েছে।”
বই সম্পর্কে লেখক মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং এই আন্দোলনে তারেক রহমানের অগ্রণী ভূমিকা তুলে ধরার লক্ষ্যেই আমার এই গ্রন্থ।”
অনুষ্ঠান শেষে বইটির নির্বাচিত অংশ পাঠ করা হয় এবং পাঠকদের সঙ্গে লেখকের মতবিনিময় অনুষ্ঠিত হয়। অতিথিরা বইটি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ড. কামরুজ্জামান কায়সার বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি অস্ট্রেলিয়ার ভূমিকার আমি প্রত্যক্ষ সাক্ষী। ভবিষ্যতে এই অবদানের যথাযথ মূল্যায়ন অত্যন্ত জরুরি।”