সিডনিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উন্মোচন

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনিতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার সিডনির লাকেম্বা এলাকার একটি ফাংশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও সুপ্রভাত সিডনি–এর প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইয়ের লেখক ও বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শিক্ষাবিদ ড. হুমায়ের চৌধুরী রানা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু, বিএনপির উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, নগর পরিকল্পনাবিদ ও গবেষক ড. ফয়সাল কবির শুভ, জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিন, আইনজীবী উপল আমিন, বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, ডা. আব্দুল ওহাব বকুল এবং অধ্যাপক মাসুদ পারভেজ রানা।

অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন বেলাল হোসেন ঢালী, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু ও এস এম খালেদ, নিউ সাউথ ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তাসলিমা কবির, সাংবাদিক মাসুম বিল্লাল, মোহাম্মদ খালিদ হোসাইন, অ্যাডভোকেট মুমিন আহম্মেদ, লিন্টাস পেরেরা, ইঞ্জিনিয়ার রায়হান হাসনাত, অসিত গোমেজ, মোহাম্মদ নাসির আহম্মেদ, মাহমুদুল হক দুলাল, সুধন যোসেফ ক্রুশ, মোহাম্মদ বাবুল খন্দকার, তোফাজ্জল হোসেন, রেহানা ইয়াসমিন, সাইফুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুরো অনুষ্ঠান উপভোগ করার জন্য ” অসংক্ষেপিত” ভিডিও দেখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *