
আর কী লিখব! কলম থাক আজ স্তব্ধ,
ভিতরে জমেছে যত অপ্রকাশের ক্রন্দন।
দুঃখের ভারে মন আজ হয়েছে রুদ্ধ,
লিখেই বা কতটুকু, এ কেমন বন্ধন!
মন-গভীরে শত দহন বড়ই জ্বালা কঠিন,
সত্যিই সে বড় ক্লান্তিকর, বড় বিরক্তিকর;
প্রতিটি শিরায় বয়ে চলে রাত-দিন,
নিরবচ্ছিন্ন পীড়নে সে যেন প্রসবের নিথর।
সয়ে সয়ে যখন ধৈর্যের বাঁধ ভাঙে,
তখনই তো ঘটে এ তীব্র বিস্ফোরণ।
নিজের ভার যদি দিই কারও কাঁধে,
সে ভারও সোজা নয়, সেও এক কঠিন মরণ।
তবুও এ ভার সরাবার নেই কোনো পথ,
একলা দহন জ্বালায় মন হোক শতচ্ছিন্ন।
অব্যক্তের মাঝে লুকানো জীবনের রথ,
এই বেদনাতেই সৃষ্টি হয় একদিন অনন্য।