
সুপ্রভাত সিডনি রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সাংবাদিকতা অঙ্গনে সালেহ শিবলী নামে পরিচিত, তাকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রেস সচিব ড. সালেহ শিবলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে ও চ্যানেল আইসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ড. সালেহ শিবলী বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বিষয়ে জাপানের কিতাকিউশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিন Asian Bridge-এ একাধিক প্রবন্ধ প্রকাশ করেছেন। প্রবাসজীবনে তিনি লন্ডনভিত্তিক বাংলাভাষী টেলিভিশন চ্যানেল SA TV-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি গণমাধ্যম ও প্রশাসন বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান Sydney Policy and Research Centre-এর সঙ্গে নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।
বিগত ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসের অন্ধকার সময়ে এই কলমযোদ্ধার অতুলনীয় সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। পাশাপাশি, অস্ট্রেলিয়া প্রবাসী গণতন্ত্রকামী বাংলাদেশিদের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা—তিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ও দৃঢ় ভূমিকা পালন করবেন।
ড. সালেহ শিবলী একজন অত্যন্ত মেধাবী, কর্মঠ, সময়নিষ্ঠ ও সৎ সাংবাদিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন যোগ্য, দায়িত্বশীল ও চৌকস সাংবাদিককে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।