রায়হান হাসনাত (প্রচার ও দপ্তর সম্পাদক): প্রবাসে বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শকে সুসংহত ও সম্প্রসারিত করার লক্ষ্যে জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার নতুন কার্যকরী কমিটি (২০২৬–২০২৮) আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। প্রবাসে বিএনপির আদর্শ, চেতনা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার উদ্দেশ্যেই এ কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটি (২০২৬–২০২৮) নিম্নরূপ :
১. সভাপতি: মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা (ঝিন্টু)
২. সিনিয়র সভাপতি: আজাদ কমরুল হাসান
৩. সহ-সভাপতি: আবু বারী সিদ্দিক রিপন
৪. সহ-সভাপতি: মোবারক হোসেন (এডভোকেট )
৫. সহ-সভাপতি: মিনহাজ উদ্দিন (প্রকৌশলী)
৬. সহ-সভাপতি: কামরুল ইসলাম (প্রকৌশলী)
৭. সহ-সভাপতি: খালিদ হোসাইন
৮. সাধারণ সম্পাদক: খাইরুল কবির পিন্টু
৯. যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ কামরুল ইসলাম
১০. যুগ্ম সাধারণ সম্পাদক: ফসিউল আলম জামাল
১১. কোষাধ্যক্ষ: মোহাম্মদ ইরফান খান (প্রকৌশলী)
১২. সহ-কোষাধ্যক্ষ: তানবীর আহম্মেদ খান
১৩. সাংগঠনিক সম্পাদক: শাহীন আরিফ ভুইয়া (প্রকৌশলী)
১৪. সহ সাংগঠনিক সম্পাদক: রাকিবুল আলম মিয়া (অপু)
১৫. প্রচার ও দপ্তর সম্পাদক: রায়হান হাসনাত (প্রকৌশলী)
১৬. প্রকাশনা ও মিডিয়া সম্পাদক: আরমান হোসেন ভুইয়া
১৭. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: লিন্টাস পেরেরা
১৮. মহিলা বিষয়ক সম্পাদক: তাসলিমা কবির
সম্মানিত কার্যকরী সদস্যবৃন্দ :
মনিরুল হক জর্জ,
রুহুল আহমেদ,
এএনএম মাসুম,
বেলাল হোসেন ঢালী,
ড. মাসুদ রানা,
আজম মহি উদ্দিন (প্রকৌশলী)
আতিক টোকন।
উপদেষ্টা মন্ডলী :
প্রধান উপদেষ্টা: মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ
উপদেষ্টা: মোহাম্মদ আবুল হাছান
উপদেষ্টা: কুদরত উল্লাহ লিটন
উপদেষ্টা: ডা. আব্দুল ওহাব বকুল
উপদেষ্টা: ডক্টর ফয়সাল কবির শুভ
উপদেষ্টা: ডক্টর হোসাইন মোহাম্মদ সাহেদ
নব নির্বাচিত জিয়া পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা (ঝিন্টু) বলেন, “বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রবাসে জিয়া পরিষদ অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করবে।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার অন্যতম নেতা মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ এবং মোহাম্মদ আবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এ কমিটি গঠন করা হয়।