গত ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার দিনাজপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যেগে Bungarribee Park এ দিনভর এক আনন্দঘন বনভোজনের আয়োজন করা হয়। দিনাজপুরের বিভিন্ন প্রসিদ্ধ স্থানের ছবিসহ “আমরা ক’জন দিনাজপুরী” ব্যানারে বিভিন্ন বয়সের অস্ট্রেলিয়া প্রবাসী দিনাজপুরীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২৩ এপ্রিল ২০১৮ সালে অফিসিয়ালি আত্ম প্রকাশ করে দিনাজপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়া যার বর্তমান সদস্য ৬৭ জন। এ
গত ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার দিনাজপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যেগে Bungarribee Park এ দিনভর এক আনন্দঘন বনভোজনের আয়োজন করা হয়। দিনাজপুরের বিভিন্ন প্রসিদ্ধ স্থানের ছবিসহ “আমরা ক’জন দিনাজপুরী” ব্যানারে বিভিন্ন বয়সের অস্ট্রেলিয়া প্রবাসী দিনাজপুরীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
২৩ এপ্রিল ২০১৮ সালে অফিসিয়ালি আত্ম প্রকাশ করে দিনাজপুর এসোসিয়েশন অস্ট্রেলিয়া যার বর্তমান সদস্য ৬৭ জন। এ সংগঠনটির প্রতিষ্ঠাতা আলমগীর ইসলাম বাবু ও মনজুরুল ইসলাম বুলু। বর্তমানে আহবায়ক এমডি নূর সায়েদ হোসেন, সদস্য : কাকলি ও রাকিবুল হাসান।
জোহরের নামাজের পর শুরু হয় অত্যন্ত সুস্বাধু মধ্যান্ন ভোজের, মজাদার মুরগির রোস্ট, রেজালা, ঘন বুটের ডালের সাথে গরম গরম পোলাউ। সালাদ ও কোমল পানীয় পুরো খাবারের আকর্ষণকে আরো বাড়িয়ে দেয়। খাবারের পর রকমারি ডেজার্ট ছিলো অন্যরকম চমক।
খাবারের পর শুরু হয় বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের Speech প্রতিযোগিতা যা ছিল অত্যন্ত উপভোগ্য। প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Zara Ahsan, Alveena Ahsan,Nuhian.
এরপর বিস্কুট ও মার্বেল দৌড়। বিস্কুট দৌড়ে প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Naifa, Shehan , Arshan. বড়োদের বিস্কুট দৌড়ে প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Zayan. Sarah,Ehan.
মার্বেল দৌড়ে প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Alveena Ahsan, Afra , Arfan Zaman.
হাঁড়ি ভাঙ্গা ও বালিশ খেলা থেকে শুরু করে কোনো খেলারই কমতি ছিলোনা। মা-বোনদের বালিশ খেলায় প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Mosfica Moctary, Rawshan Ara Begum,Mohoua Azmary.
হাঁড়ি ভাঙ্গা খেলায় প্রতিযোগিদের ভিতর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে Md Abdus Sattar, M A Hannan, Arfan Zaman.
সবশেষে বিজয়ীদের মাঝে রকমারি উপহার সামগ্রী তুলে দেন আলমগীর ইসলাম বাবু, মনজুরুল আলম বুলু, এমডি নূর সায়েদ হোসেন প্রমুখ। অত্যন্ত মার্জিত-ভদ্র ও সৌজন্যবোধ ,ব্যক্তিত্ব সম্পন্ন, সুশিক্ষিত দিনাজপুরীবাসী। সংগঠনটির প্রতিষ্টাতা মনজুরুল আলম বুলু তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *