728 x 90

ক্ষমা: শফি মো. ওমর ফারুক

মহাসুন্দর, ক্ষমাই সত্য অন্নেষণে প্রজ্জ্বলিত মন্ত্রর, ক্ষমা উত্তম, ক্ষমা মহা উত্তম, ক্ষমাই পারাপারে সর্বশ্রেষ্ঠ মাধ্যম, ক্ষমা ছন্দ, ক্ষমা মহা আনন্দ, ক্ষমাই চিরন্তন সুন্দরে চির আনন্দ, ক্ষমা সম্মান, ক্ষমা অম্লান, ক্ষমা মানবের তরে চির কল্যাণ। ক্ষমা রসদ, ক্ষমা সত্য অন্নেষণে ভালবাসার প্রগাঢ় প্রাসাদ, ক্ষমা অরুদ্ধ, ক্ষমা করা যিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি প্রবল পরাক্রমশালী পূত: পবিত্র,

মহাসুন্দর, ক্ষমাই সত্য অন্নেষণে প্রজ্জ্বলিত মন্ত্রর,

ক্ষমা উত্তম, ক্ষমা মহা উত্তম, ক্ষমাই পারাপারে সর্বশ্রেষ্ঠ মাধ্যম,

ক্ষমা ছন্দ, ক্ষমা মহা আনন্দ, ক্ষমাই চিরন্তন সুন্দরে চির আনন্দ,

ক্ষমা সম্মান, ক্ষমা অম্লান, ক্ষমা মানবের তরে চির কল্যাণ।

ক্ষমা রসদ, ক্ষমা সত্য অন্নেষণে ভালবাসার প্রগাঢ় প্রাসাদ,

ক্ষমা অরুদ্ধ, ক্ষমা করা যিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি প্রবল পরাক্রমশালী পূত: পবিত্র,

ক্ষমা অনুশস্য, ক্ষমা মহাকালের পাপড়িতে, প্রেম ও প্রতিহিংসায় উপাস্যের পরি: শিষ্য,

ক্ষমা দূষণের মূষণ, ক্ষমা কলুষিত দাহ পুড়িয়ে ছড়ায় রবির বারি-বরিষণ,

ক্ষমা পদ্মরাগ মহিমা, ক্ষমা প্রগাঢ় সুন্দরে মেঘের আড়ালে ঐশ্বরিক উপমা।

ক্ষমা স্নিগ্ধ,  ক্ষমা পরিশুদ্ধ, ক্ষমা নিখিলের গদ্যে ফোটানো নীল পদ্ম,

ক্ষমা জলোছল, নদী করে টলোমল, ক্ষমা অন্তরের অন্তদাহ পুড়িয়ে-স্বচ্ছ ণির্মল,

ক্ষমা সত্য, ক্ষমা সত্যের সম্ভাষণে ত্রিসূলের প্রজ্জ্বলিত পূত:পবিত্র আত্মোপলদ্ধির মিত্র,

ক্ষমা কোরানের ছাত্র, অতি পবিত্র, ক্ষমা আনন্দঘন অভিবাদনে পূত:পবিত্র।

ক্ষমা অন্তরের নূতন বসন্তে, প্রকৃতির অপরূপ রূপে নৈঃশব্দ ধ্যানের উপবাস,

ক্ষমা অবিনশ্বর জগতে, মহা জাগতিক পরিহাস,

ক্ষমা বাসন্তী প্রবাল জলের উল্লাস, ক্ষমা দৃষ্টির উষ্ণতা কেড়ে অদৃশ্য নূপুরের সুবাসিত বিন্যাস,

ক্ষমা রৌদ্রদগ্ধ সুন্দরের বিলাস, ক্ষমা পুষ্প পরশ মথিত ঐশ্বরিক উল্লাস।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising