সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনির এডমোনসন পার্কের সুপরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে মাহিউদ্দিন (১৭) দুর্ঘটনায় ইন্তেকাল করে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৫ই ডিসেম্বর ২০২৩ শুক্রবার আনুমানিক রাত ১১:৩০ মিঃ মিৎসুবিশি ইভিও নিয়ে এম ফাইভ রেভসবিতে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়ে ইন্তেকাল করে সকলের প্রিয় মাহিউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, Guard rail এর সাথে ধাক্কা খেয়ে .নিয়ন্ত্রণ
সুপ্রভাত সিডনি রিপোর্ট: সিডনির এডমোনসন পার্কের সুপরিচিত ব্যবসায়ী গিয়াসউদ্দিনের একমাত্র ছেলে মাহিউদ্দিন (১৭) দুর্ঘটনায় ইন্তেকাল করে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৫ই ডিসেম্বর ২০২৩ শুক্রবার আনুমানিক রাত ১১:৩০ মিঃ মিৎসুবিশি ইভিও নিয়ে এম ফাইভ রেভসবিতে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়ে ইন্তেকাল করে সকলের প্রিয় মাহিউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, Guard rail এর সাথে ধাক্কা খেয়ে .নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হলে গাড়িতে,পাশের ঘাস ও গাছে আগুন ধরে যায়। নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে সাহায্য করে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্যারামেডিকরা তবে গাড়িতে অন্য কেউ ছিল না।
পুলিশ এমফাইভ হাইওয়ের পূর্বমুখী লেনগুলি বন্ধ করে এবং ফরেনসিক তদন্তকারীরা একটি ক্রাইম সিন্ স্থাপন করে মৃত্যুর সঠিক কারন উদঘটন করার জন্যে। দুর্ঘটনার পরিস্থিতি সাহায্য করার জন্য পুলিশ প্রত্যক্ষদর্শীদের এবং যারা ড্যাশক্যাম ফুটেজে ঘটনাটি ধারণ করতে পারে তাদেরকে এগিয়ে আসার অনুরোধ করেছে এ নাম্বারে 1800 333 000।
পরিবার সূত্রে জানা যায়, মরহুম তার নতুন ড্রাইভিং লাইসেন্স পেয়ে নিজের অর্থে খরিদ করা গাড়ি নিয়ে বের হয় আনুমানিক রাত এগারোটার দিকে। মা এবং একমাত্র বড় বোনকে বলে বেরিয়ে যায়, বোন মনে করেছে হয়তোবা ব্যায়ামাগারে যাচ্ছে। বেশ কিছুক্ষন অপেক্ষা করেও মাহিউদ্দিন ঘরে ফিরে না আসায় সকলের দৃষ্টি আকর্ষণ করে। বড় বোন নিকটস্ত ব্যায়ামাগারে খোজ নিয়ে দেখে ওখানেও নেই। মোবাইলেও পাওয়া যাচ্ছিলোনা। মোবাইল ট্রেস করে জানা যায়, এম ফাইভের কোন এক জায়গায় আছে। তখন সকলের মনে হয়েছে, হয়তোবা নিছক কোনো দুর্ঘটনায় পতিত হয়েছে। বাবা -মা বোন সবাই তাকে খুঁজতে বের হয়ে পরে। বিভিন্ন হাসপাতালে খোঁজ করতে থাকে। এম ফাইভে ঢুকতে যেয়ে পুলিশের বাধায় ঢুকতে পারেনি। পুলিশ জানায় -মারাত্মক দুর্ঘটনায় হাইওয়ের নির্দিষ্ট কিছু জায়গা বন্ধ করে দেয়া হয়েছে -ঘুরে যাও। তখনো তারা জানেনা -তাদেরই একমাত্র ছেলে এতো বড় দুর্ঘটনায় পতিত হয়েছে। এদিকে তারা এম ফাইভ বই পাস্ করে অনেক রাস্তা ঘুরে ব্যাংকসটাউন হাসপাতাল তালাশী করে, পুলিশ স্টেশনে যায়। অন্যদিকে পুলিশ তাদের বাসায় যেয়ে কাউকে না পেয়ে ফেরত যায়। এদিকে পুলিশ নিশ্চিত করে তাদের ছেলের জন্যই এম ফাইভের নির্দিষ্ট জায়গা বন্ধ করছে। অবশেষে পুলিশ তাদেরকে স্কট করে ঘটনাস্থলে নিয়ে যায়।
গত ২০ ডিসেম্বর ২০২৩ বুধবার The Australian Islamic House প্রেস্টন মসজিদ নামে খ্যাত স্থানে জোহর নামাজের পর কানায় কানায় পরিপূর্ন মসজিদে জানাজা পড়ান শেইখ হামিদ উল্লাহ।জানাজার পর মরহুম মাহিউদ্দিনের Hurlstone Agricultural High School (গ্র্যান্ডফিল্ড এ অবস্থিত) এর শিক্ষক এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তার স্কুলের অনেক শিক্ষার্থীরা শেষ বিদায় জানাতে হাজির হয়। কমিউনিটির বিভিন্ন নেতৃবৃদ্ধ জানাজায় শরিক হন। বাংলাদেশী সিনিয়র সিটিজেন অস্ট্রেলিয়ার নেতৃবৃদ্ধ যথাক্রমে মুফাজ্জাল ভূঁইয়া, ডক্টর মোঃ ইলিয়াস, হোসেন আরজু, মনজুরুল আলম বুলু,হাবিব হাসান,এম,এ,ইউসুফ শামীম, আবুল বাশার প্রমুখ। তাছাড়া ক্যাম্পবেল টাউন সিটি কাউন্সিলের জনপ্রিয় ডেপুটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ সহ কমিউনিটির অনেক ধর্মপ্রাণ ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকার্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *