সত্যের বাতিটা চিরদিন জ্বলে এই কথা প্রবাদে আছে লোকে বলে! সত্যেরও জয় নাকি হয় নিশ্চয়ই সৎ ব্যক্তির মনে থাকে না তো ভয়! আজকাল এই সবই হয়ে গেছে মিথ্যে বাস্তব চিত্রটা দাগ কাটে চিত্তে! সত্যের ঘরে আজ কোন আলো নাইরে কোনঠাসা সৎজন ঘরে আর বাইরে! সবখানে মিথ্যার দাপট-ই তো চলছে মিথ্যার বাতিটাই ঝলমলে জ্বলছে!
সত্যের বাতিটা চিরদিন জ্বলে
এই কথা প্রবাদে আছে লোকে বলে!
সত্যেরও জয় নাকি হয় নিশ্চয়ই
সৎ ব্যক্তির মনে থাকে না তো ভয়!
আজকাল এই সবই হয়ে গেছে মিথ্যে
বাস্তব চিত্রটা দাগ কাটে চিত্তে!
সত্যের ঘরে আজ কোন আলো নাইরে
কোনঠাসা সৎজন ঘরে আর বাইরে!
সবখানে মিথ্যার দাপট-ই তো চলছে
মিথ্যার বাতিটাই ঝলমলে জ্বলছে!
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *