ঘাসফড়িং আমায় প্রশ্ন করে নব্বই বছরেও তুমি এমনই রঙীন থাকবে, হ্যাঁ অন্ধকার আমাকে কখনও ছুঁতে পারবে না কোন স্রোত আমাকে ভাসিয়ে নিবে না গোধূলি মাখা হাত দুটো তখনও ঝলমল করবে আগুনের মত তীব্র ঝাঁঝালো আর উজ্জ্বল হবে অন্ধকারে ডুবতে ডুবতেও আমি আলো খুঁজবো সূর্যের সাথে আমি মিতালী গড়ে নিবো। দহন পোড়া হৃদয়েও আমি হাসির ফুলঝুরি
ঘাসফড়িং আমায় প্রশ্ন করে নব্বই বছরেও তুমি এমনই রঙীন থাকবে,
হ্যাঁ অন্ধকার আমাকে কখনও ছুঁতে পারবে না
কোন স্রোত আমাকে ভাসিয়ে নিবে না
গোধূলি মাখা হাত দুটো তখনও ঝলমল করবে
আগুনের মত তীব্র ঝাঁঝালো আর উজ্জ্বল হবে
অন্ধকারে ডুবতে ডুবতেও আমি আলো খুঁজবো
সূর্যের সাথে আমি মিতালী গড়ে নিবো।
দহন পোড়া হৃদয়েও আমি হাসির ফুলঝুরি ঝরাবো
সাধারণ এই আমি সত্যি অসাধারণ হবো।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *