ক্ষুধার জ্বালা ঘরে ঘরে
নেইতো ঘরে কিছু,
ছোট্ট শিশু চোখের জলে
ঘুরছে মায়ের পিছু।
সহায়-সম্বল সব গিয়েছে
বন্যার জলে ভেসে,
লাল গরুটা খুঁজছে বাবা
যেন পাগল বেশে।
একটা গরু কালা মিয়ার
তাতেই চলে সংসার,
শূন্য গোয়াল, দৃশ্য দেখে
কষ্ট ভীষণ তার।
প্রাকৃতিক এই দুর্যোগে ভাই
হাতটা বাড়াই সবে,
কালা মিয়া হাসবে আবার
দাঁড়াবে দেশ তবে।