728 x 90

Stand For Bangladesh শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা বরাবরই দেশের যেকোনো সংকট পরিস্থিতি মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় ১২ বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন এর যৌথ আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয় ‘Stand For Bangladesh’ শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। গত ২৭ অক্টোবর রোববার সিডনিতে অল এলামনাই কমিউনিটির উদ্যোগে  বোম্যান হল, ব্ল্যাকটাউনে আয়োজিত

সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা বরাবরই দেশের যেকোনো সংকট পরিস্থিতি মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় ১২ বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন এর যৌথ আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতায় অনুষ্ঠিত হয় ‘Stand For Bangladesh’ শীর্ষক তহবিল সংগ্রহ অনুষ্ঠান। গত ২৭ অক্টোবর রোববার সিডনিতে অল এলামনাই কমিউনিটির উদ্যোগে  বোম্যান হল, ব্ল্যাকটাউনে আয়োজিত হয় অনুষ্ঠানটি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত সহায় সম্বল হারানো অসহায় জনগণ এবং জুলাই বিপ্লবের হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আঁকুতি নিয়ে ১২ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়ে অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেন এই অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলো নিরালা হোল্ডিংস। উক্ত অনুষ্ঠান কে সাফল্যমণ্ডিত করতে নিরলস পরিশ্রম করে বাংলাদেশের ১২ বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন। আয়োজক সংগঠন গুলো যথাক্রমে ১. এ আই ইউ বি এলামনাই অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেড ২. এসোসিয়েশন অফ আই ইউ বি এলামনাই অস্ট্রেলিয়া ইনকর্পোরেটেড (ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ), ৩. অজি এন এস ইউয়ার্স এসোসিয়েশন ইনকর্পোরেটেড (নর্থ সাউথ ইউনিভার্সিটি)৪. বুয়েট এলামনাই অস্ট্রেলিয়া, ৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ৬. আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয় ৭. ই ডব্লিউইয়ান্স ইন অস্ট্রেলিয়া (ঈস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), ৮. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া, ৯.  খুলনা বিশ্ববিদ্যালয় এলামনাই, ১০.কুয়েট এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া ১১. রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া ১২. সাস্ট এলামনাই অস্ট্রেলিয়া (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মো. শাখাওয়াত হোসাইন, কনসুলার জেনারেল। বিশেষ অতিথি ছিলেন মিস্টার ওয়ারেন এরিক কিরবি, এমপি, অস্ট্রেলিয়ান লেবার পার্টি, মিস্টার মার্ক জোসেফ কুরি, এমপি, অস্ট্রেলিয়ান লিবারেল পার্টি, জনাব ইব্রাহিম খলীল, কাউন্সিলর, আশিকুর রহমান, কাউন্সিলর এবং এলিজা আজাদ রহমান, কাউন্সিলর। অতিথিগণ বাংলাদেশের যেকোনো সংকট পরিস্থিতিতে পাশে থাকার এবং সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন, একইসাথে তারা সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে সংকট ও দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করার উদাত্ত আহবান জানান।

এই আয়োজনে সংগীত  পরিবেশন করেন  সংগীত শিল্পী রাহাত শান্তনু, ব্যান্ডদল কৃষ্টি ও  ধূমকেতু’র শিল্পীবৃন্দ। শিশুশিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশের  দুর্যোগ ও সংকট পরিস্থিতির উপর অংকিত চিত্র প্রদর্শন করা হয়  এবং অনুষ্ঠানে যারা সশরীরে উপস্থিত হতে পারেননি কিন্তু আর্থিক অনুদান প্রদান করেছেন তাদের সকলের নাম সম্বলিত একটি তারকা বোর্ড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আগত সকল অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও পানীয় পরিবেশন করা হয়।

এই স্বতঃস্ফূর্ত আয়োজনে বাংলাদেশের বন্যার্ত এবং জুলাই বিপ্লবের হতাহতদের পরিবারের আর্থিক সহায়তার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, এই আয়োজন থেকে সংগৃহীত তহবিল বাংলাদেশ সরকারের ত্রাণ কার্যক্রম এবং জুলাই ফাউন্ডেশন এ প্রদান করা হবে। আয়োজকরা বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের  জন্য অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা সর্বদায় ভ্রাতৃত্বের হাত বাড়াতে বদ্ধ পরিকর।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising