728 x 90

গোলাপী খামে নীল চিঠি: রবিউল হাসনাত সজল

পৃথিবীর প্রান্ত ছোয়া গালিচার মতো সুনীল আকাশ ছোঁয়ার প্রয়াসে সেবার তোমাকে লিখেছিলাম গোলাপী খামে, অথচ সময়ের দৌড় ছুট খেলায় এ বসন্তে কালো বকের ডানায়- অগণিত শীতের বাসর সাজিয়ে সোনালী কালিতে লিখে পাঠিয়েছো- প্লিজ কিছু মনে করোনা- মরা ডালে সব পাখি বাসা বাঁধেনা, অথচ সেবার পূজায় বেড়াতে এসে ঠাকুমার চোখ লুকিয়ে- আমাকে দু’হাতে জড়িয়ে ধরে বলেছিলে-

পৃথিবীর প্রান্ত ছোয়া গালিচার মতো

সুনীল আকাশ ছোঁয়ার প্রয়াসে

সেবার তোমাকে লিখেছিলাম গোলাপী খামে,

অথচ সময়ের দৌড় ছুট খেলায়

এ বসন্তে কালো বকের ডানায়-

অগণিত শীতের বাসর সাজিয়ে

সোনালী কালিতে লিখে পাঠিয়েছো-

প্লিজ কিছু মনে করোনা-

মরা ডালে সব পাখি বাসা বাঁধেনা,

অথচ সেবার পূজায় বেড়াতে এসে

ঠাকুমার চোখ লুকিয়ে-

আমাকে দু’হাতে জড়িয়ে ধরে

বলেছিলে- নিঃসঙ্গতা বনের পাখিও মানে না-

তাহলে প্রাণের পাখি মানবে কেনো?

কাঙ্খিতা; তা হলে কি সেদিন তুমি ভুল বলেছিলে??

বিশ্বাস করো আমি কিন্তু ঠিকই বুঝেছি তাই বলছি-

মরা ডালে সব পাখি বাসা না বাঁধলেও মরা গাছের

ছায়ায় কতই তো ক্লান্ত পথিক শ্রান্ত চোখে-

এখনো ঘুমিয়ে থাকে,

তা হলে সেই আটত্রিশ ইঞ্চি জায়গায় ঘুমাতে

এখন তোমার এতো আপত্তি কেন?

যে জায়গাটা তোমার শুধুই তোমার বলে

বার বার দাবি করতে??

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising