সুপ্রভাত সিডনি রিপোর্ট: গত ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার রকডেলের স্টার বিরিয়ানিতে দারুসসালাম মুসলিম সেমেট্রি প্রজেক্টের কর্মকর্তারা একটি আলোচনাসভায় অংশ নেন। এই প্রজেক্টটি বাংলাদেশি কমিউনিটির জন্য একটি বিশাল উদ্যোগ, যেখানে সবার জন্য ফ্রি কবরের ব্যবস্থা করা হবে। ১২০ একরের বিশাল জায়গা নিয়ে এটি তৈরি হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ৯.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশের কমিউনিটিতে এই ধরনের বৃহৎ প্রকল্প এর আগে কখনো শুরু হয়নি।
কবরস্থানের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পেরে সবাই খুশি হন। প্রজেক্টটি সম্পন্ন করতে সকলকে একসঙ্গে এগিয়ে এসে কাজ করতে হবে, কারণ একে বাস্তবায়িত করার আর কোনো বিকল্প নেই। এদিকে, বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়া (BSCA) দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। BSCA সংগঠনের নেতৃবৃন্দ এই প্রজেক্টে পূর্ণ সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন।