নতুন আঙ্গিকে সুপ্রভাত সিডনির ওয়েবসাইট উদ্বোধন

সুপ্রভাত সিডনি ডেস্ক রিপোর্ট: গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার দুপুরে সিডনি’র রকডেল এলাকায় অবস্থিত স্টার বিরিয়ানি রকডেল এর ফাংশন হলে অস্ট্রেলিয়ায় বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র কমিউনিটি পত্রিকা সুপ্রভাত সিডনির ওয়েবসাইটটির নতুন ও পরিবর্তিত রুপের উদ্বোধন করা হয়।

দীর্ঘদিনের একই ওয়েবসাইট এড্রেসে নতুন ডিজাইন এবং বিভিন্ন ফিচার সম্বলিত এ ওয়েবসাইটের উদ্বোধন করেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র এবং কমিউনিটি ভয়েস অফ অস্ট্রেলিয়া নামক রাজনৈতিক দলের নেতা কাউন্সিলর মাসুদ খলীল।

সুপ্রভাত সিডনির সম্পাদক ড. ফারুক আমিনের পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পত্রিকাটির সাথে দীর্ঘদিনের পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। সুপ্রভাত টিভির উপস্থাপক এএনএম মাসুম এবং পত্রিকাটির ব্যবস্থাপনা সহকারী মোহাম্মদ জাকির হোসেন রাজুর হাতে এ সম্মাননা তুলে দেন সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীম।

www.suprovatsydney.com.au এ ঠিকানাতেই হোস্ট করা নতুন আঙ্গিকের ওয়েবসাইটটি উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর মাসুদ খলীল বলেন, অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের মাঝে দীর্ঘদিন যাবত সুপ্রভাত সিডনি তথ্য ও খবর সম্প্রচারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজেও অবদান রেখে আসছে। তিনি পত্রিকার প্রকাশনার পাশাপাশি আগামী দিনগুলোতে ডিজিটাল মাধ্যমগুলোতেও সুপ্রভাত সিডনির প্রসার এবং সমৃদ্ধি কামনা করেন।

পত্রিকাটির প্রধান সম্পাদক ইউসুফ আবদুল্লাহ শামীম অভ্যাগত অতিথি ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, অসংখ্য মানুষের সহযোগিতা ও অবদানের ফলে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে সুপ্রভাত সিডনি ধারাবাহিকভাবে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের সেবায় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরো বড় পরিসরে ছড়িয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

নতুন ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইংলিশ নিউজ পোর্টাল অজবুলেটিনের প্রধান সম্পাদক ড. ফজলে রাব্বি, বিশিষ্ট সমাজসেবক মনোয়ার মৃধা মুন্না, বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ মোহাম্মদ সোহেল রানা, বাংলাদেশী ছাত্রী মেহজাবিন রহমান জাফরীন এবং সাজেদুল করিম চৌধুরী অনীক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *