– সুপ্রভাত সিডনি রিপোর্ট -Tue, Dec 27, 2022 অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ আওয়ামীলীগ ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে ৫১তম বিজয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য আত্মদানকারীদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক গামা আব্দুল
– সুপ্রভাত সিডনি রিপোর্ট -Tue, Dec 27, 2022 |
অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ আওয়ামীলীগ ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে ৫১তম বিজয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও অন্যান্য আত্মদানকারীদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক গামা আব্দুল কাদির। সভা পরিচালনার করেন আওয়ামী লীগ ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব মাকসুদুর রহমান চৌধুরী সুমন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা, কবি লেখক ও গবেষক ড. কাইউম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যুবলীগেরর প্রাক্তন সভাপতি কায়সার আহমেদ, অস্ট্রেলিয়া মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রাক্তন সভাপতি শফিকুল আলম এবং অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নির্মল তালুকদার
এছাড়াও বক্তব্য রাখেন চরমপত্র লেখক ও পাঠক এম আর আকতার মুকুল এর বড় কন্যা কবিতা পারভেজ, ফজলুল হক শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তারিক, চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি ইফতেখার হোসেন ইফতু, অস্ট্রেলিয়া ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অপু সারোয়ার, দোহা পৌর ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত আলী লিটন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশ ভোজে আপ্যায়ন করা হয়।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *