728 x 90

বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার গেট টুগেদার ২০২২

প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে ববিনহেড সব সময়ই পর্যটক বা ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। ববিন হেড হচ্ছে নিউ সাউথ ওয়েলসের উত্তর তুরামুরা উপশহরের উত্তর কোওয়ান ক্রিকের একটি মিলনস্থান। এটি কু-রিং-গাই চেজ জাতীয় উদ্যানের একটি শহুরে অংশ। ববিন হেড একটি জনপ্রিয় পারিবারিক ডে-ট্রিপের জন্য সকলের প্রথম পছন্দনীয় স্পট। নৈসর্গিক দৃশ্যে লেকের পাশে অবস্থিত, এই পিকনিক এলাকায়

প্রাকৃতিক নয়নাভিরাম সৌন্দর্য আর নিরিবিলি পরিবেশের কারণে ববিনহেড সব সময়ই পর্যটক বা ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। ববিন হেড হচ্ছে নিউ সাউথ ওয়েলসের উত্তর তুরামুরা উপশহরের উত্তর কোওয়ান ক্রিকের একটি মিলনস্থান। এটি কু-রিং-গাই চেজ জাতীয় উদ্যানের একটি শহুরে অংশ। ববিন হেড একটি জনপ্রিয় পারিবারিক ডে-ট্রিপের জন্য সকলের প্রথম পছন্দনীয় স্পট।

নৈসর্গিক দৃশ্যে লেকের পাশে অবস্থিত, এই পিকনিক এলাকায় বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন গ্যাস বারবিকিউ, ক্যাফে এবং খেলার মাঠ, বসার জন্য ছাউনি। হাইকিং ট্রেইলের একটি দুর্দান্ত বৈচিত্র্যের সাথে, ববিন হেড একটি সুন্দর বুশওয়াক করার জন্য উপযুক্ত স্পট। অর্থাৎ পিকনিক এবং পরিবার -পরিজন নিয়ে সারাদিন সময় কাটানোর জন্য অত্যান্ত চমৎকার জায়গা।

গত ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার ছিল অস্ট্রেলিয়ান সরকারি ছুটির দিন। বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়া আয়োজন করে গেট টুগেদার ২০২২। সকাল থেকে অগ্রগামী টীম যেয়ে স্পট নিশ্চিত করে, কারন সরকারি ছুটির দিন, তাই প্রতিটি স্পটে উপচে পড়া ভিড়ের আশঙ্কায় ভোর থেকে একটি দল আগেই চলে যায়।

সকাল দশটা থেকেই সংগঠনের নির্ধারিত সদস্য, অতিথিরা পিকনিক স্পটে হাজির হতে থাকে। জোহরের নামাজের পর শুরু হয় অত্যান্ত সংক্ষিপ্ত আলোচনা। শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে সুন্দর উচ্চারণে তিলাওয়াত করেন আবুল কালাম আজাদ।

প্রথমেই সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন হোসেন আরজু। এর পর বক্তব্য রাখেন শাপলা শালুক লায়ন্স ক্লাবের সভাপতি ও ডাক্তার এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ডা.মইনুল ইসলাম।

দুপুরের খাবার বারবিকিউ, সালাদ, রকমারি কোমল পানীয় ও স্পেশাল মিষ্টি,তারপর পুনরায় আলোচনা শুরু হলে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির একমাত্র অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালক, শ্রুদ্ধাভাজন খালেকুজ্জামান কাজী আলী যিনি কাজী আলী ভাই নামে অধিক পরিচিত। অস্ট্রেলিয়া সরকার কর্তৃক OAM সম্মান প্রাপ্ত একমাত্র বাংলাদেশী। শেষ বক্তা হিসেবে অংশ নেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেরণা জোগানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী সন্মানীত ব্যক্তিত্ব আপেল মাহমুদ। উনার সুরেলা কণ্ঠে -“এক সাগরে রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা” গানটি শুরু করলে উপস্থিত সকলে আবেগে উচ্ছাসিত হয়ে মুহু:মুহু করতালিতে ফেটে পড়েন।

বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বর্গের উপস্থিতিতে সম্পন্ন হয় ২০২২ সালের শেষ গেট টুগেদার। অনুষ্ঠানের সঞ্চালক এম,এ,ইউসুফ শামীম আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর শুরু হয় চা-কফির আড্ডা। বিভিন্ন ধরণের সুস্থ গল্প ও কৌতুকের পর আগত অতিথিরা বাংলাদেশী সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার এ ধরনের একটি সফল অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising