বিএনপি অস্ট্রেলিয়ার তীব্র নিন্দা জ্ঞাপন

– সুপ্রভাত সিডনি রিপোর্ট -Wed, Jan 25, 2023

বিএনপি অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক( নিউ সাউথওয়েলস) মোহাম্মদ নাসির আহম্মেদের বড় ভাই ঢাকা মহানগর উত্তর ১৯ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ মোঃ সেলিমকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে হাসিনার জেল খানায় বন্দি করে রেখেছে ।

বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, কুদরত উল্লাহ লিটন, মোবারক হোসেন , আব্দুস সামাদ শিবলু এবং এএনএম মাসুম এক বিবৃতিতে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। অহেতুক হয়রানিমূলক মিথ্যা মামলায় মোঃ সেলিমকে গ্রেপ্তার করে স্বৈরাচারী হাসিনার নগ্ন বাকশালী প্রেতাত্মার বহিঃপ্রকাশ বলে নেতা কর্মীরা মন্তব্য করেন।

এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন বিএনপি অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *