সিডনির বাংলাদেশী অধ্যুষিত মেট্র্যাভিল নামক সবার্বের Beauchamp Road এর হাউজিং কমিশনের কোনো এক বাসায় একজন বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে। সুপ্রভাত সিডনির অনুসন্ধানে জানা যায়, প্রায় ৬০ বছরের জনৈক বাংলাদেশী উক্ত ইউনিটে একাই থাকতেন। নোয়াখালীস্থ উক্ত ভদ্রলোক কমিউনিটির কারো সাথে তেমন মিশতেন না। প্রতিবেশীরাও কেউ কোনো তথ্য দিতে পারেনি। পঁচা দুর্ঘন্ধ ঘরের ভিতর মারুব্রা পুলিশ ও এম্বুলেন্স যেয়ে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য। কমিউনিটির পক্ষ থেকে রুহুল আহমেদ সওদাগর ও মোস্তাক আহমেদ বিস্তারিত খবর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের কমিউনিটিতে এ ধরনের মৃত্যু সত্যি দিন দিন বেড়েই চলছে। একা থাকার সুফল বা কুফল যাই থাকুক না কেন, আমরা এ ধরনের মৃত্যুতে শোক প্রকাশ করছি।
সিডনির বাংলাদেশী অধ্যুষিত মেট্র্যাভিল নামক সবার্বের Beauchamp Road এর হাউজিং কমিশনের
কোনো এক বাসায় একজন বাংলাদেশির লাশ শনাক্ত করা হয়েছে। সুপ্রভাত সিডনির অনুসন্ধানে
জানা যায়, প্রায় ৬০ বছরের জনৈক বাংলাদেশী উক্ত ইউনিটে একাই থাকতেন। নোয়াখালীস্থ
উক্ত ভদ্রলোক কমিউনিটির কারো সাথে তেমন মিশতেন না। প্রতিবেশীরাও কেউ কোনো তথ্য দিতে পারেনি।
পঁচা দুর্ঘন্ধ ঘরের ভিতর মারুব্রা পুলিশ ও এম্বুলেন্স যেয়ে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য।
কমিউনিটির পক্ষ থেকে রুহুল আহমেদ সওদাগর ও মোস্তাক আহমেদ
বিস্তারিত খবর ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
আমাদের কমিউনিটিতে এ ধরনের মৃত্যু সত্যি দিন দিন বেড়েই চলছে। একা থাকার সুফল
বা কুফল যাই থাকুক না কেন, আমরা এ ধরনের মৃত্যুতে শোক প্রকাশ করছি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *