728 x 90

সুপ্রভাত সিডনির ৩টি নতুন প্রকাশনা

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা প্রায় ১৫ বছর ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছে। সুপ্রভাত সিডনি প্রথম মিডিয়া যারা সুপ্রভাত সিডনি সাহিত্য সমগ্র -১ নামে একটি বই প্রকাশ করে কমিউনিটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সুদীর্ঘ এই বছরগুলোতে অগণিত পাঠক আর লেখকদের স্নিগ্ধ ভালোবাসায় সিক্ত হয়ে, একান্ত মৌলিক লেখা সবার সামনে উপস্থাপনের

অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা প্রায় ১৫ বছর ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছে। সুপ্রভাত সিডনি প্রথম মিডিয়া যারা সুপ্রভাত সিডনি সাহিত্য সমগ্র -১ নামে একটি বই প্রকাশ করে কমিউনিটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সুদীর্ঘ এই বছরগুলোতে অগণিত পাঠক আর লেখকদের স্নিগ্ধ ভালোবাসায় সিক্ত হয়ে, একান্ত মৌলিক লেখা সবার সামনে উপস্থাপনের আপ্রাণ প্রয়াসের সার্থক রুপায়নের মাধ্যমে পঞ্চম বর্ষে সুপ্রভাত সিডনির প্রথম প্রকাশনা। আর এতদিনের এসব মৌলিক লেখাগুলোর একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত প্রকাশিত সাহিত্যের অঙ্গনের বাছাইকৃত কিয়দাংশের সংকলিত রূপ হচ্ছে এই – ‘সুপ্রভাত সাহিত্য সমগ্রঃ ০১।

মূলতঃ দুই পর্বে বিভক্ত বইটির ‘গল্প সমগ্র’তে সংকলিত হয়েছে আটজন লেখকের আটটি গল্প। অন্যদিকে ‘কবিতা সমগ্র’ অংশে সংযোজিত হয়েছে মোট একুশটি কবিতা। ‘মানের দিক বিবেচনায় আনলে, বাংলাদেশের বর্তমান প্রথম সারির গল্পকার ও কবির তুলনায় ‘সুপ্রভাত সাহিত্য সমগ্রঃ০১’ এর প্রায় সবগুলো লেখার মানই কোন অংশে কম নয়’ – আর এমনটাই মন্তব্য করেছেন প্রবাসী জনৈক সাহিত্য বোদ্ধা। আর এর বাস্তবতা যাচাইয়ের সুযোগ রয়েছে দেশী-বিদেশি সুপ্রভাত সিডনির অগণিত পাঠকের হাতে এবং এটা আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানোর ফেব্রুয়ারি মাসেই। বিশ্ব মাতৃভাষা দিবসের প্রতি লক্ষ্য রেখে, বাংলা ভাষা রক্ষায় প্রাণ ত্যাগী শহীদদের স্মরণ করে, ‘সুপ্রভাত সাহিত্য সমগ্রঃ০১’ বইটি উৎসর্গ করা হয়েছে ‘বাংলাদেশের বাইরে বসবাসরত প্রবাসী প্রতিটি বাংলাদেশী নরনারীকে, যারা তাঁদের অন্তরের অন্তঃস্থল থেকে বাংলা ভাষাকে সমুন্নত রাখার অক্লান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিরন্তর নিজস্ব সামর্থ্য অনুযায়ী’।

বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের ‘ঢাকা বইমেলা’ ছাড়াও সিডনির ফেব্রুয়ারি বইমেলাতেও স্বল্প মূল্যে বিক্রয় হয়েছে সুপ্রভাত সিডনির সংকলিত এই সাহিত্য নিবেদন। কলিকাতার বই মেলায় সুপ্রভাত সিডনির প্রথম প্রকাশনা স্থান পায়।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising