728 x 90

ভাশুর ইন পলিটিক্স (ভি আই পিঁ)

ভাশুরের নাম মুখে নিতে মানা। লোকমুখে প্রচলিত একটি প্রবাদ । ভাশুর হচ্ছে স্বামীর বড়ভাই। একসময় গ্রাম বাংলায় এই ধারা প্রচলিত ছিলো বা এখনো হয়তো আছে যে কোন ভাবেই স্বামী এবং ভাশুরের নাম মুখে উচ্চারণ করেনা। ভাশুরের নাম মুখে নেয়া যেন একটি ভয়ংকর অপরাধ। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শিক্ষিত হচ্ছে। অনেকই এখন স্বামীকে নাম ধরে

ভাশুরের নাম মুখে নিতে মানা। লোকমুখে প্রচলিত একটি প্রবাদ । ভাশুর হচ্ছে স্বামীর বড়ভাই। একসময় গ্রাম বাংলায় এই ধারা প্রচলিত ছিলো বা এখনো হয়তো আছে যে কোন ভাবেই স্বামী এবং ভাশুরের নাম মুখে উচ্চারণ করেনা। ভাশুরের নাম মুখে নেয়া যেন একটি ভয়ংকর অপরাধ। দিন দিন দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শিক্ষিত হচ্ছে। অনেকই এখন স্বামীকে নাম ধরে ডাকে। ভাশুরের নাম মুখে নিতে এখন কোন সমস্যা নয়। এটা একধরনের সামাজিক নর্মসের পরিবর্তন। কিন্তু দেশের রাজনীতি কিংবা ক্ষমতায় কিছু ভাশুর আছে যাদের নাম কখনোই নেয়া সম্ভব নয়।

২০২১ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রায় সব পত্রিকায় একটি খবর সবার নজরে আসে। সে খবরটি হলো বেসরকারি ইউনিয়ন ব্যাংকের ভল্ট থেকে প্রায় ১৯ কোটি টাকা গায়েব! পরে কোন কোন পত্রিকায় খবর আসে যে সেই টাকা হারানো যায়নি বা চুরি হয়নি। কোন এক ভি আই পি গ্রাহককে দেয়া হয়েছে (নিউজবাংলা২৪ডটকম, ২৩ সেপ্টেম্বর ২০২১; ইউনিয়ন ব্যাংকের সেই ১৯ কোটি টাকা ‘ভিআইপির কাছে’) । ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ‘উধাও’ হয় এই পরিমাণ টাকা । ব্যাংক‌টির অতি‌রিক্ত ব্যবস্থাপনা প‌রিচালক (ডিএম‌ডি) হাসান ইকবাল সাংবাদিকদের বলেন কোন এক ভিভিআইপি গ্রাহককে দেওয়া হ‌য়ে‌ছে । তবে কোন ভিভিআইপি গ্রাহককে এই টাকা দেয়া হয়েছে? এমন প্রশ্নে স্পষ্ট করে কিছু বলতে চায়নি বেসরকারি এই ব্যাংকটি (আরটিভি অনলাইন, ২৩ সেপ্টেম্বর ২০২১; ‘উধাও’ ১৯ কোটি টাকা কোন ভিভিআইপিকে দিলো ইউনিয়ন ব্যাংক?)। এর আগে ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ ব্যাংকের একটি পরিদর্শক দল ইউনিয়ন ব্যাংকের গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা গরমিল পায়। হিসেবে ঐ শাখার ভল্টে ৩১ কোটি টাকা দেখানো হলেও সেখানে ১২ কোটি টাকা পায় পরিদর্শক দল। তাৎক্ষণিক বাকি ১৯ কোটি টাকার বিষয়ে ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা কোনো জবাব না দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে বিভিন্ন তৎপরতা শুরু করে শাখা কর্তৃপক্ষ। একপর্যায়ে বাংলাদেশ ব্যাংকের একটি পক্ষও এ ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার পক্ষে অবস্থান নেয় এবং পরদিন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার তৎপরতা চলে। এ তথ্য যারা উদঘাটন করেছেন, তাদেরকে চাপ প্রয়োগ করা হয় এবং অদৃশ্য কারণে এক্ষেত্রে কাউকে পুলিশে সোপর্দ করা হয়নি। এমনকি ব্যাংক কতৃপক্ষ থানায় কোনো সাধারণ ডায়েরিও করেনি (আর টিভি উপরের রিপোর্ট অনুসারে)। এই বিষয়ে প্রথম আলোর ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখে “ভল্টের টাকায় গরমিল, এত টাকা নিলেন কীভাবে” শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। এই রিপোর্ট অনুসারে বলা হয় রবিবার সন্ধ্যা ৬ টায় চেক জমা রেখে টাকা দেয়া হয়। সময় স্বল্পতার জন্য সেটা সমন্বয় করা হয়নি এবং পরদিন সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিতে সেই চেক জমা করে টাকার হিসেব মিলিয়ে রাখা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, চেকটি সমন্বয় করতে কতটুকু সময় লাগতো! এত বিশাল অংকের টাকার হিসেব না মিলয়েই ব্যাংক ক্লোজ করা হয় কিভাবে! আমার পরিচিত অনেকেই ব্যাংকে চাকুরী করেন। তাদের মতে ৫০০ টাকার হিসেবও যদি না মিলে তবে বারবার ক্রস চেকিং করা হয়। হিসেব সমন্বয় করেই স্টাফদের ছুটি হয়। কিন্তু এক্ষেত্রে এতগুলো টাকার হিসেব সমন্বয় না করেই সবাই বাসায় চলে গেলেন! তাহলে কর্মকর্তাদের দায়িত্বের অবহেলা ছিলো! অবশ্য তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছিলো। সাধারণত কোন ব্যাংক থেকে টাকা নিলে সেই টাকার বিপরীতে যে চেক জমা রাখা হয় তার বিস্তারিত বিবরণ সহ হিসাব নিকাশ লেজার বইয়ে উঠানো হয়। তাই কোন ভি আই পি গ্রাহকের চেক ক্যাশ করে ১৯ কোটি টাকা দেয়া হয়েছে সেটা ব্যাংকের নথি বা লেজার বইয়ে অবশ্যই আছে। কিন্তু সেই গ্রাহকের নাম বলা হয়নি। সে কোন এক ভাশুর, যার নাম নিতে মানা। যদি ব্যাপারটি খুবই স্বাভাবিক একটি লেনদেন হতো তবে এই ঘটনা চেপে যাওয়ার জন্য চাপাচাপি করা হতোনা! নিশ্চয়ই সেই গ্রাহক ছিলো একজন ভি আই পিঁ এবং এই লেনদেনের মধ্যেও কোন ঝামেলা আছে! উল্লেখ্য যে, ইউনিয়ন ব্যাংক এক ধরনের ইসলামী ব্যাংক যার পরিচালনায় আছে এস আলম গ্রুপ, যারা আরো কয়েকটি ইসলামী ব্যাংকের পরিচালনা করছেন যারমধ্যে ইসলামী ব্যাংক, ফার ইস্ট ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক অন্যতম।

যেহেতু ভাশুরের নাম প্রকাশ হচ্ছেনা তাই আমি মনে করি এই ১৯ কোটি টাকা লেনদেনে বিশেষ কোন ঝামেলা আছে। যদিও সমন্বয় করে দেখানো হয়েছে কিন্তু ভি আইপি গ্রাহকের নাম প্রকাশ করার মত সৎ সাহস হয়নি তাই আমার প্রশ্ন এই চেকের সমন্বয়ের বিষয়ে কোন নাটক নেইতো! এখানে প্রথম আলোর আরেকটি খবরের কথা উল্লেখ করছি। ৩০ জুন ২০২২ তারিখে “বেনামি ঋণে বড় ঝুঁকিতে ইউনিয়ন ব্যাংক “ এই শিরোনামে পত্রিকাটি একটি খবর ছাপে। এই খবরের সারাংশে বলা হয়েছে যে গুলশান শাখার ভল্টের সেই ১৯ কোটি টাকা হিসেব গড়মিলের ঘটনার পর থেকে এই বেনামি ঋণের অনিয়মে পরেছে ব্যাংকটি। খবরটিতে আরো বলা হয় যে ইউনিয়ন ব্যাংক থেকে যেসব কোম্পানির নামে ঋণ বের করে নেওয়া হয়েছে, সেসব কোম্পানির বেশির ভাগেরই কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব বলতে শুধু ট্রেড লাইসেন্স। এখন সন্দেহ হচ্ছে, সেই ১৯ কোটি টাকার হিসাব সমন্বয় এই বেনামি ঋণের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই ভাশুরকে মুক্ত করা হয়েছে কিনা!

যেহেতু এস আলম গ্রুপ ইউনিয়ন ব্যাংকের পরিচালনায় আছেন এক্ষত্রে তাদেরকে দায়ী করে খবর প্রকাশ করা স্বাভাবিক। কিন্তু এস আলমের বিরুদ্ধে খবর প্রকাশ করবে এমন সাংবাদিক খুঁজে পাওয়া দুষ্কর। যাহোক, আরো আশ্চার্যের বিষয় হচ্ছে যে  তিনটি ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে, পরিচয় বিহীন ও ভুল স্বাকিনের ব্যবসা প্রতিষ্ঠানকে শুধু নভেম্বর মাসেই দেয়া হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা (প্রথম আলো;  ইসলামি ব্যাংকে ভয়ংকর নভেম্বর, ২৫ নভেম্বর ২০২২)। এমনকি ২৪ বছর বয়সী যুবককেও দেয়া হয়েছে ৫০০ কোটি! বাংলাদেশে এখন একটি ট্রেনের টিকেট অনলাইনে বুকিং দিতেও এনআইডি চায়, আর একমাসে এত কোটি টাকা ঋণ দেয়া হয়েছে কোন আইডি বা নাম-ঠিকানা না দেখেই! এই কথা কি বিশ্বাসযোগ্য! নাকি এখানেও আছে কোন ভাশুর? যে ভাশুরদের নাম নেয়া যাচ্ছেনা তাই বেনামি-পরিচয়বিহীন বলে চালিয়ে দেয়া হচ্ছে? তবে প্রথম আলোর এই খবরটি সবার নজরে আসে এবং টকশোতে ঝড় ওঠে। ইউটিউবারদের টপিক হয় ভাইরাল, ভিউ বাড়ে। ইউটিউবারদের দ্বারা কিছুটা ডলার আসলেও জনমনে প্রশ্ন থাকে কারা ব্যাংক গুলোকে খেয়ে দিচ্ছে? কারা সেই ভাশুর? আর সেই ভাশুরের নাম যাতে প্রকাশ না হয় সেজন্য এস আলম সাহেবকে একটু ব্লেইম দিতেই হয়। এবার সাংবাদিকদের সাহস হয় এস আলম সাহেবকে ব্লেইম দেয়ার। যাতে করে জনগণ এস আলম সাহেবকে ব্যাংক লুটেরা হিসেবে জানে, ভাশুর অন্তরালে থাকে। শুধু ইসলামী ব্যাংক থেকে উনি লোন নিয়েছেন ৩০ হাজার কোটি টাকা এবং সব ইসলামী ব্যাংক থেকে সবমিলিয়ে ১ লাখ কোটি টাকা ( নিউ এজ ৩০ নভেম্বর ২০২২)! যদিও উনার লোন নেয়ার সর্বোচ্চ লিমিট ছিলো ২৫০ কোটি টাকা! এই খবর আসার পরপরই এবার টকশোতে ঝড় উঠে এস আলম গ্রুপকে নিয়ে। জনমনে একটাই আলাপ এস আলম গ্রুপ। এরা ব্যাংক লুটেরা। কিন্তু এস আলম গ্রুপ কি একাই এই লুট করেছেন? অন্তরালে কি কোন ভাশুর নেই! এমনকি এতসব খবরের পরেও এস আলম গ্রুপ থেকে পত্রিকায় কোন প্রতিবাদ বা প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়নি! তাহলে এস আলম গ্রুপও কি সেই ভাশুরের নাম নিতে পারছেনা?    

যাহোক, ইসলামী ব্যাংকগুলোকে নিয়ে সামান্য কিছু বলেই আজকের লেখার শেষ করছি। বাংলাদেশে প্রথম সুদমুক্ত ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক চালু হয়। এরপর এদের সফলতা দেখে আরও অনেক ইসলামী ব্যাংক চালু হয়। তারা সুদকে বলে লভ্যাংশ। অনেকেই আবার এটাকে সমালোচনা করে বলে সুদকে ঘুরিয়ে খাওয়া বলে থাকেন। কিন্তু বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে পুরুপুরি সুদমুক্ত ব্যাংক চালু করা সম্ভব নয়। তবু যতটুকু পারা যায় ঘুরিয়ে খেলে অসুবিধা কোথায়? যেমনঃ উভয়ের সম্মতিতে নারী পুরুষ একত্রে বিবাহ ছাড়া বসবাস করলে সেটা হারাম যদিও আধুনিক রাস্ট্রীয় কাঠামোতে নিষেধ নেই বা অপরাধ বলে গন্য করা হয় না। কিন্তু একটু ঘুরিয়ে কয়েকজন স্বাক্ষী, দেনমোহর নির্ধারণ করে উভয়ের সম্মতিতে একত্রে বসবাস করলে সেটা হালাল বা ইসলামী আইনে বিবাহ বলা হয়। এভাবেই শরিয়া মোতাবেক ঘুরিয়ে খেলে লভ্যাংশ আর সুদ থাকেনা এবং ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড সেই নীতিমালা প্রয়োগ করেই হারাম সুদকে বর্জনের ব্যবস্থা করেছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলো জামাতের কিছু নেতাকর্মী, ট্রাস্ট, ব্যবসায়ী ইত্যাদি। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে সেই নেতাদের অনেকেরই বিরুদ্ধে যুদ্ধাপরাধী, রাজাকার, মানবতা বিরোধী অপরাধী অভিযোগ দিয়ে বিচার হয়। অনেকরই সাজা হয় মৃত্যুদন্ড, যাবতজীবন ইত্যাদি। যেহেতু তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশদ্রোহী রাজাকার তাই তাদের কাছ থেকে ইসলামী ব্যাংক গুলোকে মুক্ত করে স্বাধীনতার পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনাপন্থী, মুজিব আদর্শের দেশপ্রেমিক সৈনিকদের হাতে ইসলামী ব্যাংকগুলোকে তুলে দেয়া হয়। যেহেতু উনারা দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত সৈনিক তাই উনাদের কাছে দেশ-প্রেম আশা করা যায়, ব্যাংক গুলোর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা যায়। সেটাই স্বাভাবিক নয় কি? কিন্তু, দশ মাস দশ দিন গর্ভধারণ করে একজন মা যে সন্তান জন্ম দেয় সেই সন্তানের প্রতি ভালোবাসা সেই মায়ের চেয়ে আর কারো বেশি হয়না। সেই মা যদি মারা যায়, আর যদি সৎ মা নিয়ে আসা হয়, সেই সৎ মা কি সৎ সন্তানকে ভালোবাসে? ইসলামী ব্যাংক গুলো যারা তিল তিল করে গড়ে তুলেছিল, বিশ্বের ১০০০ টা ব্যাংকের মধ্যে একটি ব্যাংকে স্থান করে দিয়েছিল, তাদেরকে সরিয়ে মুক্তিযুদ্ধের চেতনাপন্থীদের বসিয়ে দেয়া হয়। এরা কি সেই ব্যাংকের ভালোবাসা বুঝবে? স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকারদের দ্বারা ইসলামী ব্যাংক গুলো পরিচালিত হওয়ার সময় এরকম দুর্নীতি তো হয়নি? তাহলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি কেন এমন দুর্নীতি করলো? স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের তো দেশ প্রেমিক হবারই কথা। তাই নয় কি? কিন্তু স্বাধীনতা পক্ষের সেই শক্তির মধ্যেও আছে কিছু কিছু ভাশুর। যাদের নাম নিতে মানা! পরিশেষে বলি, ইউনিয়ন ব্যাংকের ভল্টের ১৯ কোটি টাকা গরমিলের মাত্র কয়েকদিন আগে অনেকেই বিশেষ বিমানে ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে সরকারি ও ব্যক্তিগত সফর করেছেন। এই দলের মধ্যে কোন ভাশুর নেইতো- যারা এই টাকা গুলোকে ডলারে বিনিময় করে লাগেজ ভরিয়ে নিয়ে গেছেন বেগমপাড়ায়?

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising