কুদরত উল্লাহ লিটন (সিডনি)
অত্যন্ত মানব দরদী ,পরোপকারী ,প্রচার বিমুখ আত্মকেন্দ্রিক সমাজ সেবক শোয়েব ভাই গত ৪ জানুয়ারি ২০২৩ বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিঊ ইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী এবং একুশ বছর বয়স্ক এক ছেলে সন্তান রেখে যান । তার আত্মীয় সূত্রে জানা যায় এই মানব দরদী সিডনি প্রবাসী শোয়েব ভাই কিছুদিন পূর্বে থেকে নিউইয়র্কে বসবাস শুরু করেন । গত কিছুদিন আগে জেকসন হাইটসে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খাওয়ার পরে ওনার কার্ডিয়াক এরেস্ট হয় । হসপিটালি নিয়ে গেলে উনি নিবিড় পর্যবেক্ষণে চলে যান তারপরে সেখান থেকে আর ফিরে আসেননি । তার বয়স হয়েছিল মাত্র ৫০ বছর । এই মানবদরদী শোয়েব ভাই বাংলাদেশের ময়মনসিংহ জেলার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন । সিডনির যেকোনো সামাজিক অনুষ্ঠানে তার মুখরোচক রান্না সকলের অনেক দিন মনে থাকবে ।
মুসলমানদের ধর্মীয় সমাবেশে তার আতিথেয়তা ছিল লক্ষণীয়। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী শোয়েব ভাইয়ের ফ্যাসিস্ট বিরোধী প্রতিরোধ প্রক্রিয়া ছিল অভাবনীয় । তার পরিকল্পনা সিডনি বাসির বহুল প্রশংসিত ছিল । জানা যায় তার একমাত্র ছেলে সিডনিতে ই বসবাস করেন । তিনি তার মরহুম বাবার জন্য সকলের কাছে দোয়ার আবেদন করেছেন।
উল্লেখ্য, এ ধরনের আরেকটি ঘটনা সম্প্রতি আমরা লক্ষ করেছি। সিডনি প্রবাসী সাদ্দাম খান (৩৫) গত ২৮ জানুয়ারি (শনিবার) ২০২৩ ইন্তেকাল করেন। বিভিন্ন রেস্তরায় খেয়ে মারাত্মক অগ্ন্যাশয় ইনফেকশনে ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউ-তে প্রায় ১২ দিন লাইফ সাপোর্টে ছিলেন। নিম্ন মানের ভেজাল খাবার, বিষাক্ত ফরমালিনযুক্ত মাছ, গোস্ত,সবজি খেয়ে বেশিরভাগ প্রবাসী সহ্য করতে পারেনা। তাই, বাংলাদেশী ও ভারতীয় মশলা এবং রেস্তোরা থেকে সবাইকে সাবধান থাকাটা শ্রেয়।