সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির উদ্যেগে গত ২৮শে জানুয়ারি শনিবার ২০২৩ ল্যাকেম্বায় এক্সট্রা ক্রিস্পি চিকেন ফাংশন রুমে এক মনোজ্ঞ প্রকাশনী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন সুপ্রভাত সিডনির রিপোর্টার মোহাম্মদ গোলাম মোস্তফা,অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে ছোট বন্ধু আয়াত সাইফ খান। পবিত্র কোরআন তিলাওয়াতের পর
সুপ্রভাত সিডনি রিপোর্ট: অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির উদ্যেগে গত ২৮শে জানুয়ারি শনিবার ২০২৩ ল্যাকেম্বায় এক্সট্রা ক্রিস্পি চিকেন ফাংশন রুমে এক মনোজ্ঞ প্রকাশনী উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সাবলীলভাবে পরিচালনা করেন সুপ্রভাত সিডনির রিপোর্টার মোহাম্মদ গোলাম মোস্তফা,অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে ছোট বন্ধু আয়াত সাইফ খান। পবিত্র কোরআন তিলাওয়াতের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লেখক সাইদুর রহমান খান। এর পর শুরু হয় তিনটি বই নিয়ে মূল আলোচনা। সিডনির জনপ্রিয় কলামিস্ট, লেখক ও মানবাধিকার কর্মী, লেকচারার শিবলী আব্দুল্লাহ অত্যন্ত সাজানো গুছানো বক্তব্যে সকলের মন কেড়ে নেন। আলোচনা চলাকালীন সময়ে হলরুমে পিন পতনের শব্দ ছিলোনা কথার জাদুকর শিবলী আব্দুল্লাহর কথা শুনার জন্যে। এর পর বক্তব্য রাখেন বাংলাদেশের অনন্য আইকন আপেল মাহমুদ। লাইভ ব্রুডকাস্টে ছিলেন এস এস টিভি অস্ট্রেলিয়ার জসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতি ও মোড়ক উন্মোচন করেন অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম।
ইসলামী জ্ঞান আহরণ করা প্রতিটি নর নারীর জন্য আল্লাহ্পাক ফরজ করেছেন। সুপ্রভাত সিডনির নিয়মিত লেখক, কবি, সাহিত্যিক, কলামিস্ট ও কমিউনিটি লিডারদেরকে নিয়ে এ প্রকাশনী উৎসবের আয়োজন করা হয় । অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনি কম্পাইল করে প্রকাশ করেছে এবার ৩টি বই। প্রকাশক সারাজীবনের সংগ্রহ থেকে উম্মতে মোহাম্মদের জন্য ছোট একটি উপহার হিসেবে প্রকাশ করেছেনা এ তিনটি বই।
সুপ্রভাত সিডনি প্রায় ১৫ বছর ধরে সক্রিয়ভাবে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কাজে অবদান রেখে যাচ্ছে। সুপ্রভাত সিডনি অস্ট্রেলিয়াতে প্রথম মিডিয়া যারা এর আগেও সুপ্রভাত সিডনি সাহিত্য সমগ্র ১ নামে একটি বই প্রকাশ করে কমিউনিটিতে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সুদীর্ঘ বছরগুলোতে অগণিত পাঠক আর লেখকদের স্নিগ্ধ ভালোবাসায় সিক্ত হয়ে, একান্ত মৌলিক লেখা সবার সামনে উপস্থাপনের আপ্রাণ প্রয়াসের সার্থক রুপায়নের মাধ্যমে পঞ্চম বর্ষে সুপ্রভাত সিডনির প্রথম প্রকাশনা। আর এতদিনের এসব মৌলিক লেখাগুলোর একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত প্রকাশিত সাহিত্যের অঙ্গনের বাছাইকৃত কিয়দাংশের সংকলিত রূপ হচ্ছে এই – ‘সুপ্রভাত সাহিত্য সমগ্রঃ ০১।
বইগুলোর উপর বিশেষ আলোকপাত করে গুরুত্তপূর্ণ পর্যালোচনা করবেন লেকচারার শিবলী আব্দুল্লাহ। শিবলী আব্দুল্লাহ একজন লেকচারার ও কো অর্ডিনেটর একাউন্টিং এন্ড বিজনেস স্টাডিস -চার্লস স্ট্যার্ট ইউনিভার্সিটি। তাছাড়া তিনি গবেষক ও লেখক এবং কলামিস্ট। মুসলিম কমিউনিটি কোর টীম, সিডনি এলায়েন্স এর সদস্য, মানববাধিকার কর্মী ,জননন্দিত এমসি এবং সংগঠক।
লেখক সাইদুর রহমান খান সম্পর্কে কিছু কথা আমাদের জানা উচিত : লেখকের জন্ম ১৯৪৮ সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বেরুয়া গ্রামে। পড়াশুনা করেন প্রাইমারি ও হাইস্কুল -নিজ এলাকায় গাজীপুরে।
১৯৬৮ সালে টেক্সটাইল ইনিস্টিটিউট, তেজগাঁও ঢাকা থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি ( যা নাকি ডিগ্রি সমমানের, ৫বছরের কোর্স), তারপর ইসলামিক ইনস্টিটিউট অফ চিটাগাং ও ঢাকা থেকে ব্যবসা প্রশাসনে স্নাতোকত্তোর (ডিগ্রি) অর্জন করেন।
১৯৭৮ সালে পাটকল ব্যবস্থাপকদের জন্য ব্যবস্থাপনা শীর্ষক ট্রেনিং কোর্স আই ,বি,এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেন। ১৯৬৮ -১৯৭১ সালে ষ্টার জুট মিলসে সুপারভাইজার পদে যোগ দেন। দেশের সনাম ধন্য ১১টি জুট মিলে অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করেন।
১৯৮১ সালে পাটের তৈরি বিভিন্ন পণ্যের বাজার সরজমিনে যাচাইয়ের জন্য উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, কঙ্গো, ব্রাজাভিল ও আইভরিকোস্ট সফর করেন। ১৯৯৮-২০০২ সাল পর্যন্ত আদমজী জুট মিলের নির্বাহী পরিচালক থাকা অবস্থায় উনার সুদীর্ঘ কর্মময় জীবনের ইতি টানেন।
সমাজ সেবায়তেও উনার ছিল অবদান, লায়ন্স ক্লাবের আজীবন সদস্য,জাতীয় যক্ষা ত্রাণ ও পুনর্বাসন সমিতি-প্রতিষ্টাতা সভাপতি, বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানার সহযোগিতায় ছিলেন অগ্রগামী। ১৯৯৬ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি অস্ট্রেলিয়া আসেন ২০১০ সালে এবং সপরিবারে বসবাস শুরু করেন। উনার শখ হচ্ছে বই পড়া ও বই কালেকশন , খেলাধুলা ইত্যাদি।
অন্যান্যদের ভিতর উপস্থিত ছিলেন লেকচারার চার্লস স্টার্ট ইউনিভার্সিটি শিবলী আব্দুল্লাহ, বাংলাদেশের জীবিত কিংবদন্তির নায়ক আপেল মাহমুদ,ক্যাম্পবেলটাউন হাসপাতালের জেরিয়াটিক বিভাগিও প্রধান ডাঃ ইলিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রশিদ ভুইয়া,মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রেলিয়া কমান্ডার হেলাল উদ্দিন, বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার নেতা হোসেন আরজু ও মনজুরুল আলম বুলু, ইন্দোনেশিয়া থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন , কমিউনিটি লীডার কুদরত উল্লা লিটন, মোসলেহউদ্দিন আরিফ, সুপ্রভাত সিডনি পত্রিকার সম্পাদক ডক্টর ফারুক আমিন, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ খান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক বেলাল মাসুদ, আবৃত্তিকার আসিফ ইকবাল, শিক্ষাবিদ ও লেখক আরিফুর রহমান খাদেম, দিনাজপুর সমিতির সিনিয়র নেতা আবু এহসান আজম, লেখকের পরিবারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সৌজন্যমূলক দুপুরের খাবারের ব্যবস্থা ছিল চমৎকার। গতানুগতিক বিরিয়ানি বা মাছ গোস্ত নয় বরং অত্যান্ত সুস্বাধু বার্গার , চিকেন ফ্রাই ও সালাদ। রকমারি কোমল পানীয় খাবারের আকর্ষণের নতুন মাত্রা যোগ হয়।
আল্লাহ সুবহান তায়ালা ও রাহমাতুললিল আলামীন মহানবী রাসূল্লাল্লাহ সাল্লাললাহু আলাইহিসসালামের উপর অসাধারন গুরুত্তপূর্ণ ৩টি বই কম্পাইল করে নিঃসন্দেহে অনেক সোয়াবের কাজ করেছেন, আল্লাহপাক উনার এ ত্যাগ -পরিশ্রমকে পুরোপুরি কবুল করুক -এটাই আমাদের প্রত্যাশা। সুপ্রভাত সিডনি এ ধরণের মহান কাজে সময় দিতে পেরে অনেক আনন্দিত এবং ভবিষ্যতে আরো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে পারবে বলে বদ্ধ পরিকল্প।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *