728 x 90

ভারতে সম্মাননা পদক পেলেন কবি আহমদ রাজু

সুপ্রভাত সিডনি রিপোর্ট সাহিত্যের আলোকে পত্রিকার সম্মাননা পদক পেলেন দক্ষিণ বাংলার অন্যতম সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) এর সভাপতি কবি আহমদ রাজু। বাংলা সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ৫ ফেব্রুয়ারি রিষড়ায় সাহিত্যের আলোকে পত্রিকার প্রকাশনা উৎসবে এ পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কবি আহমদ রাজুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন

সুপ্রভাত সিডনি রিপোর্ট

সাহিত্যের আলোকে পত্রিকার সম্মাননা পদক পেলেন দক্ষিণ বাংলার অন্যতম সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) এর সভাপতি কবি আহমদ রাজু। বাংলা সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে ৫ ফেব্রুয়ারি রিষড়ায় সাহিত্যের আলোকে পত্রিকার প্রকাশনা উৎসবে এ পদক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কবি আহমদ রাজুকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কবি সুমিত্রা পাল।

অনুষ্ঠানের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্পমাল্য প্রদান ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি আহমদ রাজু। তিনি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে “সাহিত্যের আলোকে” পত্রিকার মোড়ক করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি অধ্যক্ষ ড. সমরেন্দ্রনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌর প্রধান গিরিধারী সাহা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. সুহাস ভট্টাচার্য, কবি শচী দুলাল পাল, কবি ড. প্রদীপ কুমার দাস, কবি সুমন সুযশ কান্তি দত্ত, কবি শ্রী স্বপন।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উত্তম কুন্ডু। অনুষ্ঠানে নৃত্য ও গান  পরিবেশন করেন ঐশী চক্রবর্তী। উপস্থিত ছিলেন ছিলেন খাস সমাচার পত্রিকার সম্পাদক গোঁসাই চন্দ্র দাস। অনুষ্ঠান পরিচালনা করেন পত্রিকার সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে বিদ্রোহী সাহিত্য পরিষদের মুখপত্র ‘বিদ্রোহী‘ তে স্থান পাওয়া ৪ জন লেখকের হাতে লেখক সংখ্যা তুলে দেয়া হয়।

এদিকে বিএসপি সভাপতি কবি আহমদ রাজু সম্মাননা পদক পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএসপির সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা চাঁপা, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজল, প্রকাশনা সম্পাদক রউফ আরিফ, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য শামীম বাদল, আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, কাজী নূর প্রমুখ।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising